E Purba Bardhaman

রাত পোহালেই ভোট, তোড়জোড় শুরু পূর্ব বর্ধমান জেলায়, তৈরী সব পক্ষই

Polling personnel are going to the polling station with EVM from the DCRC. At Burdwan.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- রাত পোহালেই ভোট। গোটা বর্ধমান জেলায় ৩৪ লক্ষ ২৮ হাজার ৯৫৯ জন ভোটারও তৈরী তাঁদের প্রার্থীকে নির্বাচনের জন্য। জেলা প্রশাসন সূত্রে জানা গেছেবর্ধমান পূর্ব লোকসভা আসনের এবারের মোট ভোটার ১৬ লক্ষ ৯৬ হাজার ৫২৮জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৮ লক্ষ ৬৮ হাজার ৯০ জন এবং মহিলা ভোটার ৮ লক্ষ ২৮ হাজার ৩৯৩ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪৫জন। অন্যদিকেবর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের পুরুষ ভোটারের সংখ্যা ৮ লক্ষ ৮০ হাজার ৬৭৭ জন। মহিলা ভোটার রয়েছেন ৮ লক্ষ ৫১ হাজার ৭২৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২৭জন। বর্ধমান পূর্ব লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মোট ৭জন প্রার্থী। রয়েছেন তৃণমূল কংগ্রেসের সুনীল মণ্ডল, সিপিআই (এম)-এর ঈশ্বরচন্দ্র দাসবিজেপির পরেশচন্দ্র দাসকংগ্রেসের সিদ্ধার্থ মজুমদারএসইউসিআই (সি)এর নির্মল মাঝিবিএসপির মুকুল বিশ্বাস এবং ভারতীয় ন্যায় অধিকার রক্ষা কমিটি বিপ্লব মিস্ত্রি।  অন্যদিকে বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন তৃণমূল কংগ্রেসের ডামমতাজ সংঘমিতাবিজেপির সুরেন্দ্রজিত সিং অহলুবালিয়াসিপিআই (এম)-এর আভাষ রায় চৌধুরীকংগ্রেসের রণজিত মুখোপাধ্যায়এসইউসিআই  (সি)এর সুচেতা কুণ্ডু এবং বিএসপির রামকৃষ্ণ মালিক। রবিবার বর্ধমানে তাপমাত্রা ৪২ ডিগ্রী ছুঁইছুঁই। আর তীব্র দাবদাহের মাঝেই জোরকদমে চলছে ভোটের প্রস্তুতি। রবিবার সকাল থেকেই ভোটকর্মীরা হাজির হয়ে যান ডিসিআরসি-তে। সেখান থেকে ইভিএমভি ভি প্যাট নিয়ে দুপুর থেকেই বুথে বুথে রওনা দিতে শুরু করে দিলেন। দেখা গেল নিরাপত্তা কর্মী ছাড়াই ভোট কর্মীদের বুথের দিকে রওনা হতে। বেশ কিছু বুথে ভোট কর্মীরা পৌঁছে গেলেও সেখানে উপযুক্ত পরিকাঠামো না থাকায় ক্ষোভ প্রকাশও করেছেন তাঁরা। অনেক মহিলা বুথেও দেখা যায় সেখানে মহিলা ভোটকর্মীরা গিয়ে অব্যবস্থা দেখে সেক্টর ইনচার্জকে ফোন করেও সুরাহা না পাওয়ায় নিজেদের বাড়ির পুরুষ সদস্যদের ডেকে নিয়ে এসে বুথ ঠিক করাতে উদ্যোগ নিয়েছেন।  জেলায় ৭৮ টি ভোটগ্রহন কেন্দ্রে মহিলা কর্মীরাই ভোট পরিচালনা করবেন। এই কেন্দ্রগুলির বেশীরভাগ বুথেই থাকবে মহিলা সিকিউরিটি পারসেনাল। ২৯ শে এপ্রিল জেলার ৪১৮৫ টি বুথে সকাল ৭ টা থেকে শুরু হবে ভোটগ্রহণ। চলবে ৬ টা পর্যন্ত। ৫০ শতাংশ বুথ স্পর্শকাতর। জেলার ৯৯ শতাংশের বেশী বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। কেন্দ্রীয় বাহিনী না থাকা কেন্দ্রগুলিতে মাইক্রো অবজাভার, সি সি টিভি, ওয়েব কাস্টিং, ভিডিও ক্যামেরার মধ্যে একটা থাকবে বলে জানিয়েছেন জেলাশাসক। মহিলাদের জন্য ডিসিআরসিতে খোলা হয়েছে আলাদা করে কাউন্টার। কাউন্টারে থাকা কর্মীরাও মহিলা। প্রধানত শহর এলাকাতেই থাকছে মহিলা পরিচালিত বুথগুলি। বর্ধমানমেমারি,কালনা ও কাটোয়া শহরে থাকছে মহিলা বুথ। তীব্র গরমে ভোট কর্মী তথা ভোটের কাজে নিযুক্ত কর্মীদের কষ্ট থেকে কিছুটা স্বস্তি দিতে এবার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয়েছে লেবু জলের। তীব্র গরমে রীতিমত ভিড় জমাচ্ছেন ভোট কর্মীরা।

Exit mobile version