বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ফের পোষ্টার বিতর্ক বর্ধমানে। এবার পোষ্টার পড়ল বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস নেতা খোকন দাস এবং পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদারের ছবি দিয়ে। সোমবার সকালে বর্ধমান শহরের ৭ ও ৮নং ওয়ার্ডের কয়েকটি রাস্তার পাশে এই দুই নেতার রঙীন ছবি সম্বলিত পোষ্টারকে নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। পোষ্টারে এই দুই নেতাকে বালি মাফিয়া বলে উল্লেখ করে লেখা হয়েছে বর্ধমানে এত মেলায় কোটি কোটি টাকা খরচ পাচ্ছে কোথায়? জবাব চায় বর্ধমান। কাকা ভাইপো হাত মিলিয়ে বর্ধমানে প্রোমোটিং রাজ চালাচ্ছে পুরনো তৃণমূলীদের সরিয়ে। পোষ্টারে লেখা হয়েছে প্রতিবাদে, অরূপ দাস, আব্দুর রব, পাপু আহমেদ। আর এদিন সকালে এই পোষ্টারকে ঘিরেই শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য। এব্যাপারে তৃণমূল কংগ্রেসের নেতা তথা বর্ধমান পৌরসভার কাউন্সিলার অরূপ দাস জানিয়েছেন, তিনি এব্যাপারে কিছু জানেনই না। কে বা কারা পোষ্টার দিয়েছে তাও তিনি জানেন না। তাঁর নাম কেন রাখা হয়েছে তাও তিনি বলতে পারবেন না। তাঁর সন্দেহ ব্যক্তিগত কোনো রাগ বা আক্রোশ থেকেই এসব করা হচ্ছে। যেহেতু সামনেই পঞ্চায়েত ভোট তাই এসব করা হচ্ছে। অন্যদিকে, এব্যাপারে বক্তব্য জানতে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের সঙ্গে জনসেবা কেন্দ্রে দেখা করতে গেলে তিনি দেখা করেননি। পাওয়া যায়নি যুব সভাপতি তথা বর্ধমান পৌরসভার কাউন্সিলার রাসবিহারী হালদারেরও বক্তব্য। অপরদিকে, তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র প্রসেনজিত দাস জানিয়েছেন, দলকে বদনাম করতেই কেউ রাতের অন্ধকারে এই কাজ করছে। তিনি জানিয়েছেন, রাজনৈতিকভাবে এঁটে উঠতে না পেরেই এভাবে বদনাম করার চেষ্টা হচ্ছে। কিন্তু মানুষ সব দেখছে। যাঁরা পোষ্টার মারছেন তাঁদের যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে তারা নির্দিষ্ট জায়গায় জানাক। তা না করে রাতের অন্ধকারে পোষ্টার মারাকে তাঁরা গুরুত্বই দিচ্ছেন না। ভারতীয় জনতা যুব মোর্চার বর্ধমান সাংগঠনিক জেলা সম্পাদক সুধীররঞ্জন সাউ জানিয়েছেন, তৃণমূলের সবটাই কাটমানির খেলা। কেউ হয়ত ভাগ পায়নি তাই এসব পোষ্টার দিয়েছে। উল্লেখ্য, প্রতিবছরের মত এবছরও বিধায়ক খোকন দাসের উদ্যোগে কাঞ্চন উৎসব অনুষ্ঠিত হচ্ছে ২ ফেব্রুয়ারী থেকে। চলবে ১০ ফেব্রুয়ারী পর্যন্ত। প্রতিবারের মত এবারেও হলিউড-বলিউড তারকাদের নিয়ে রমরমিয়ে কাঞ্চন উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আসবেন বলিউড তারকা সোনু সুদ, হানি সিং। অন্যদিকে, এবারই প্রথম রাসবিহারী হালদারের উদ্যোগে শুরু হচ্ছে নীলপুর যুব উৎসব। ৮ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব। এই উৎসবে টলিউড তারকা ছাড়াও বাংলাদেশী তারকারাও থাকছেন বলে শহর জুড়ে প্রচার শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই নেতাদের উদ্যোগে এই মেলার খরচ নিয়েই এবার পোষ্টার পড়ায় শহর জুড়েই শুরু হয়েছে চর্চা।