E Purba Bardhaman

বাজারে আলুর দাম এখনই কমার কোনো ইঙ্গিত মিলছে না

Potato prices in the market do not show any sign of reduction now

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমান জেলা জুড়ে কাঁচা শাকসবজির দাম-সহ আলুর দাম নিয়ে প্রশাসনিক তৎপরতা শুরু হলেও এখনই বিশেষ করে আলুর খুচরো দাম নামার কোনো লক্ষ্মণ দেখা যাচ্ছে না। বুধবারও বর্ধমানের বিভিন্ন বাজারে খুচরো আলুর দাম ৩২ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আলু ব্যবসায়ীদের ধর্মঘটের জেরে যে আলুর দাম একলাফে ৫০ ছুঁয়েছিল তা ফের ৩২টাকায় এসে থমকে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে ফের চর্চা শুরু হয়েছে। পূর্ব বর্ধমান জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মেহেবুব মণ্ডল জানিয়েছেন, পূর্ব বর্ধমান জেলায় ১০১টি হিমঘর চালু রয়েছে। গতবছর আলুর ফলন ব্যাপকভাবে মার খাওয়ায় হিমঘরের যা ধারণ ক্ষমতা তার প্রায় অর্ধেক ভর্তি হয়। তিনি জানিয়েছেন, এই হিমঘরগুলির মিলিত ধারণ ক্ষমতা ১৬ লক্ষ মেট্রিক টন। কিন্তু আলু মজুদ হয় মাত্র ৯ লক্ষ ৪৩ হাজার ৫২৯ মেট্রিক টন। তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত আলু মজুদ রয়েছে ৬ লক্ষ ৬ হাজার ৩৪৯ মেট্রিক টন। হিমঘর থেকে আলু বেড়িয়েছে ৩ লক্ষ ৩৭ হাজার ১৭৯ মেট্রিক টন। তিনি জানিয়েছেন, প্রতিদিন আলু বের হলেও তা চাহিদার তুলনায় কিছু কম হওয়ায় আলুর খুচরো বাজারে দাম একই রয়েছে। যদিও এবিষয়ে তাঁরা নজরদারি রেখেছেন। কৃত্রিম ঘাটতির যাতে সৃষ্টি না হয় সেজন্য তাঁরা নিয়মিত স্টক ভেরিফিকেশন করছেন।

Exit mobile version