E Purba Bardhaman

উদ্বৃত্ত অর্থ দিয়ে কর্মমুখী শিক্ষার উদ্যোগ “পৌষালী বাজেপ্রতাপপুর মিলন উৎসব” কমিটির

"Poushali Bajepratappur Milan Utsav" will be held from 21st to 27th January in Burdwan Town.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- মেলার উদ্বৃত্ত অর্থ জনকল্যাণে তথা পড়ুয়াদের কল্যাণে ব্যয় করার নজীর গড়ল বর্ধমানের ‘পৌষালী বাজেপ্রতাপপুর মিলন উৎসব কমিটি’। আগামী ২১ থেকে ২৭ জানুয়ারী বাজেপ্রতাপপুরের বিধান সংঘ মাঠে অনুষ্ঠিত হতে চলেছে ৫ম বর্ষ ‘পৌষালী বাজেপ্রতাপপুর মিলন উৎসব’। বুধবার বিধান সংঘ মাঠে উৎসব কমিটির সম্পাদক তথা বর্ধমান পুরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলার সেখ নুরুল আলম ওরফে সাহেব সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, এই মেলা থেকে উদ্বৃত্ত অর্থে তাঁরা বাজেপ্রতাপপুর এলাকায় তৈরী করতে চলেছেন একটি কমপিউটার প্রশিক্ষণ কেন্দ্র। ছাত্রছাত্রী এবং যুবক যুবতীদের কর্মমুখী করতে এই প্রশিক্ষণ কেন্দ্রে দেওয়া হবে কমপিউটারের বিভিন্ন প্রশিক্ষণ। যাতে এই এলাকার ছাত্রছাত্রী এবং কর্মপ্রার্থীরা আগামী দিনে নিজের পায়ে দাঁড়াতে পারেন। তিনি জানিয়েছেন, আপাতত ১০০ জন যাতে প্রশিক্ষণ নিতে পারেন সেইভাবে পরিকাঠামো তৈরী করতে চলেছেন তাঁরা। তিনি জানিয়েছেন, এবারের এই পৌষালী মেলার বাজেট প্রায় ২০ লক্ষ টাকা। থাকছে বর্ধমান শহরের বিভিন্ন সংস্থার ১১০টি টিমের সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও কলকাতার শিল্পীদের অনুষ্ঠান। ২১ জানুয়ারী মেলার উদ্বোধন অনুষ্ঠানে হাজির থাকবেন অভিনেতা রঞ্জিত মল্লিক এবং ইশা সাহা ছাড়াও রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেন-সহ আরও কয়েকজন মন্ত্রী। চলবে ২৭ জানুয়ারী পর্যন্ত। নুরুল আলম জানিয়েছেন, বাজেপ্রতাপপুরের সংস্কৃতি, সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুণ্ণ রাখতে গত কয়েকবছর ধরেই তাঁরা চেষ্টা করছেন। যার ফলশ্রুতিতে গত দু’বছর তাঁরা আয়োজন করছেন থিমের দুর্গাপুজোও। যে দুর্গাপুজোয় হিন্দু মুসলিম সকলেই ঝাঁপিয়ে পড়েন। তিনি জানিয়েছেন, এবছরও তাঁরা মেলা কমিটির পক্ষ থেকে এই এলাকার ৪৮টি ক্লাবকে খেলার সরঞ্জাম, ১০জন বিশেষ ভাবে সক্ষমকে সহায়ক যন্ত্র ছাড়াও ১০জন গরীব ও দুঃস্থ ছাত্রছাত্রীকে দত্তক নেওয়া হবে। গত ৪ বছর ধরেই তাঁরা এই দত্তক নেওয়ার কাজ করছেন দুঃস্থ ও কৃতি ছাত্রছাত্রীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য। প্রতি ৩ মাস অন্তর ছাত্রছাত্রীদের এই অর্থ দেওয়া হচ্ছে। এদিন এই সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন প্রাক্তন কাউন্সিলার তথা মেলা কমিটির সভাপতি মহম্মদ আলি, পলাশ নাগ, সেখ জামাল প্রমুখরা। সাংবাদিক বৈঠক শেষে বিকেলে পৌষালী বাজেপ্রতাপপুর মিলন উৎসবকে সফল করার আহ্বান জানিয়ে বাজেপ্রতাপপুর এলাকায় শোভাযাত্রাও করেন উদ্যোক্তারা।

Exit mobile version