বর্ধমান (পূর্ব বর্ধমান) :- মেলার উদ্বৃত্ত অর্থ জনকল্যাণে তথা পড়ুয়াদের কল্যাণে ব্যয় করার নজীর গড়ল বর্ধমানের ‘পৌষালী বাজেপ্রতাপপুর মিলন উৎসব কমিটি’। আগামী ২১ থেকে ২৭ জানুয়ারী বাজেপ্রতাপপুরের বিধান সংঘ মাঠে অনুষ্ঠিত হতে চলেছে ৫ম বর্ষ ‘পৌষালী বাজেপ্রতাপপুর মিলন উৎসব’। বুধবার বিধান সংঘ মাঠে উৎসব কমিটির সম্পাদক তথা বর্ধমান পুরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলার সেখ নুরুল আলম ওরফে সাহেব সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, এই মেলা থেকে উদ্বৃত্ত অর্থে তাঁরা বাজেপ্রতাপপুর এলাকায় তৈরী করতে চলেছেন একটি কমপিউটার প্রশিক্ষণ কেন্দ্র। ছাত্রছাত্রী এবং যুবক যুবতীদের কর্মমুখী করতে এই প্রশিক্ষণ কেন্দ্রে দেওয়া হবে কমপিউটারের বিভিন্ন প্রশিক্ষণ। যাতে এই এলাকার ছাত্রছাত্রী এবং কর্মপ্রার্থীরা আগামী দিনে নিজের পায়ে দাঁড়াতে পারেন। তিনি জানিয়েছেন, আপাতত ১০০ জন যাতে প্রশিক্ষণ নিতে পারেন সেইভাবে পরিকাঠামো তৈরী করতে চলেছেন তাঁরা।