বর্ধমান (পূর্ব বর্ধমান) :- গত ২৭ ফেব্রুয়ারী রাজ্য জুড়ে আলু কেনার নির্দেশিকা জারী করেছে রাজ্য সরকার। এরই পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় আলুর ব্যাপক ক্ষতির ঘটনায় চাষীদের পক্ষ থেকে সরকারী সহায়ক মূল্যে আলু কেনা এবং ক্ষতিপূরণের দাবীও জানানো হচ্ছে। চলছে চাষীদের নিয়ে বিক্ষোভ, অভিযোগের পালাও। রাজ্য জুড়ে ২৭ ফেব্রুয়ারী আলু কেনার নির্দেশিকা জারী করা হলেও মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলায় সরকারীভাবে আলু কেনার বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হল। গোটা রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলা জুড়ে আলু চাষে ব্যাপক ক্ষতি হয়েই চলেছে। গত এক সপ্তাহ ধরে লাগাতার বৃষ্টি এবং কোথাও শিলাবৃষ্টির ফলে আলুর জমি এখনও জলের তলায়। তারই মাঝে মঙ্গলবার বর্ধমান ও হুগলীর সীমা্ন্তবর্তী এলাকায় নতুন করে শিলাবৃষ্টিতে ব্যাপক আতংক সৃষ্টি হয়েছে চাষীমহলে। রাজ্য সরকারের নির্দেশে ইতিমধ্যেই সরকারী মূল্যে আলু কেনার কথা ঘোষণাও করা হয়েছে। কিন্তু সরকার যে পরিমাণ আলু কিনবেন এবং যে দরে আলু কেনার কথা ঘোষণা করা হয়েছে তা নিয়ে ইতিমধ্যেই সিপিএমের কৃষকসভা এবং এসইউসিআই–এর পক্ষ থেকে রাস্তায় নেমে আন্দোলন শুরু হয়েছে। মঙ্গলবার বর্ধমান শহরের কার্জন গেটে রাস্তায় আলু ঢেলে বিক্ষোভ দেখায় এসইউসিআই–এর জেলা কমিটি। একইসঙ্গে এদিন ৭ দফা দাবী নিয়ে জেলাশাসকের কাছে স্মারকলিপিও দেন তাঁরা।