E Purba Bardhaman

চলতি সপ্তাহ থেকেই সরকারি উদ্যোগে পূর্ব বর্ধমান জেলায় আলু কেনার কাজ শুরু

SUCI(C) protests demanding compensation for potato farmers

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- গত ২৭ ফেব্রুয়ারী রাজ্য জুড়ে আলু কেনার নির্দেশিকা জারী করেছে রাজ্য সরকার। এরই পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় আলুর ব্যাপক ক্ষতির ঘটনায় চাষীদের পক্ষ থেকে সরকারী সহায়ক মূল্যে আলু কেনা এবং ক্ষতিপূরণের দাবীও জানানো হচ্ছে। চলছে চাষীদের নিয়ে বিক্ষোভঅভিযোগের পালাও। রাজ্য জুড়ে ২৭ ফেব্রুয়ারী আলু কেনার নির্দেশিকা জারী করা হলেও মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলায় সরকারীভাবে আলু কেনার বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হল। গোটা রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলা জুড়ে আলু চাষে ব্যাপক ক্ষতি হয়েই চলেছে। গত এক সপ্তাহ ধরে লাগাতার বৃষ্টি এবং কোথাও শিলাবৃষ্টির ফলে আলুর জমি এখনও জলের তলায়। তারই মাঝে মঙ্গলবার বর্ধমান ও হুগলীর সীমা্ন্তবর্তী এলাকায় নতুন করে শিলাবৃষ্টিতে ব্যাপক আতংক সৃষ্টি হয়েছে চাষীমহলে। রাজ্য সরকারের নির্দেশে ইতিমধ্যেই সরকারী মূল্যে আলু কেনার কথা ঘোষণাও করা হয়েছে। কিন্তু সরকার যে পরিমাণ আলু কিনবেন এবং যে দরে আলু কেনার কথা ঘোষণা করা হয়েছে তা নিয়ে ইতিমধ‌্যেই সিপিএমের কৃষকসভা এবং এসইউসিআইএর পক্ষ থেকে রাস্তায় নেমে আন্দোলন শুরু হয়েছে। মঙ্গলবার বর্ধমান শহরের কার্জন গেটে রাস্তায় আলু ঢেলে বিক্ষোভ দেখায় এসইউসিআইএর জেলা কমিটি। একইসঙ্গে এদিন ৭ দফা দাবী নিয়ে জেলাশাসকের কাছে স্মারকলিপিও দেন তাঁরা। অন্যদিকেএদিনই জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলায় আলু কেনা শুরু করতে জরুরী বৈঠক ডাকা হয়। বৈঠকে হাজির ছিলেন জেলার কৃষি দপ্তরকৃষি বিপণন দপ্তর সহ মহকুমা শাসকরাও। জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেনবৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে চলতি সপ্তাহের বৃহস্পতিবার বা শুক্রবার থেকেই সরকারী মূল্যে আলু কেনার কাজ শুরু হবে। এব্যাপারে সংশ্লিষ্ট সমস্ত দপ্তর সহ বিডিওদের নির্দেশ দেওয়া হয়েছে। জেলাশাসক জানিয়েছেনসর্বোচ্চ একজন আলু চাষী ২৫ কুইণ্টাল পর্যন্ত আলু ৫৫০ টাকা কুইণ্টাল দরে বিক্রি করতে পারবেন। সেক্ষেত্রে সংশ্লিষ্ট চাষীকে বিডিওর কাছে এবিষয়ে আবেদন জানাতে হবে। আবেদন জানানোর পর প্রকৃত আলু চাষী কিনা তা খতিয়ে দেখে বিডিওই জানিয়ে দেবেন সেই চাষীকে কোন্ হিমঘরে আলু বিক্রি করতে হবে। জেলাশাসক জানিয়েছেনহিমঘর তার ধারণ ক্ষমতার ১৫ শতাংশ পর্যন্ত আলু কিনতে পারবে আগামী ১৭ মার্চ পর্যন্ত। প্রাথমিকভাবে তাঁরা মনে করছেন পূর্ব বর্ধমান জেলায় ২০ লক্ষ টন আলু কেনা সম্ভব হবে। যদিও আলুচাষীরা জানিয়েছেনযেভাবে আলু নষ্ট হয়েছে তাতে বর্তমান সময়ে সরকারী দরে আলু বিক্রির বিষয়টিই হাস্যকর। এখন দরকার চাষীদের ক্ষতিপূরণ দেওয়া। তা নাহলে বহু চাষীই সর্বস্বান্ত হয়ে পথে বসবেন।

Exit mobile version