বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ক্লাউড স্পেশ এ্যালোকেশন পেলেই আগষ্ট মাস থেকেই পূর্ব বর্ধমান জেলা প্রশাসন চালু করে দেবেন ই-অফিস প্রযুক্তি। সোমবার এব্যাপারে একটি জেলা প্রশাসনিক পর্যায়ে বৈঠকও করলেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই জেলায় ই-ডিষ্ট্রিক্ট পরিষেবা চালু হয়েছে। এখনও পর্যন্ত ২ লক্ষ ১৩ হাজার মানুষ এই প্রযুক্তির মাধ্যমে উপকৃত হয়েছেন। ই-ডিষ্ট্রিক্ট প্রোটালের মাধ্যমে অনলাইনে বিভিন্ন বিষয়ে আবেদন করার নিয়ম জানার পাশাপাশি বিভিন্ন বিষয়ে আবেদনও করেছেন পরিষেবাগ্রহণকারীরা। বেশীরভাগ আবেদনেরই নিষ্পত্তি হয়ে গেছে এই মাধ্যমে। মাত্র ৪ হাজার আবেদন নানান কারণে এখনও নিষ্পত্তি বাকি রয়েছে এই প্রযুক্তিতে। জেলাশাসক জানিয়েছেন, ই-ডিষ্ট্রিক্টের পাশাপাশি তাঁরা ই-অফিস চালুর বিষয়ে সম্পূর্ণভাবেই তৈরী। কিন্তু এখনও তাঁরা ভার্চুয়াল প্রাইভেট সার্ভারে স্পেশ এ্যলোকেশন পাননি। আবেদন করেছেন। তাঁরা আশা করছেন চলতি জুলাই মাসের মধ্যেই এব্যাপারে তাঁরা সবুজ সংকেত পেয়ে যাবেন। আর তাহলে আগামী আগষ্ট মাস থেকেই চালু হয়ে যাবে ই-অফিস। ফলে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন সার্বিকভাবেই ই-পরিষেবার মধ্যে যুক্ত হতে চলেছে।