E Purba Bardhaman

পূর্ব বর্ধমান জেলার নির্বাচনী কাজ খতিয়ে দেখে গেলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক

Preparatory & Review meeting in connection with conduct of The General Election Lok Sabha 2019. In Presence of Dr. Aariz Aftab, CEO, WB. At DM Conference Hall, Purba Bardhaman.

 

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আসন্ন সপ্তদশ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে পূর্ব বর্ধমান জেলার নির্বাচনী কাজকর্ম সম্পর্কে বিস্তারিত রিপোর্ট নিয়ে যাওয়ার পাশাপাশি নির্বাচনী প্রস্তুতির কাজ খতিয়ে দেখে গেলেন ভারতের নির্বাচন কমিশনের পশ্চিমবঙ্গের সিইও ড.আরিজ আফতাব। তাঁর সঙ্গে ছিলেন এডিশনাল সিইও ওঙ্কারসিং মীনাও। মঙ্গলবার জেলা প্রশাসনের সঙ্গে এই বৈঠকে হাজির ছিলেন জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তবঅতিরিক্ত জেলাশাসক (নির্বাচনঅরিন্দম নিয়োগীজেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় প্রমুখরাও। প্রায় ২ ঘণ্টা বৈঠক শেষে আরিজ আফতাব জানিয়েছেন,যেহেতু সামনেই লোকসভা ভোট তাই ভোটের আগে ভোট সংক্রান্ত সমস্ত বিষয়ই এদিন খতিয়ে দেখা হয়েছে। জেলা প্রশাসন ভোটের জন্য কি কি প্রস্তুতি নিয়েছেন তা জানিয়েছেন। যদিও জেলায় স্পর্শকাতর বুথের সংখ্যা কিংবা আধা সামরিক বাহিনী কি পরিমাণ থাকবে তা নিয়ে এদিন তিনি জানিয়েছেনআধা সামরিক বাহিনী কি সংখ্যক থাকবে বা থাকবে কিনা সে ব্যাপারে কেন্দ্রীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। এখনও এব্যাপারে কিছু জানানো হয়নি। উল্লেখ্য,বিগত লোকসভা ও বিধানসভা নির্বাচনের পাশাপাশি গত পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে পূর্ব বর্ধমান জেলায় বিভিন্ন জায়গায় রীতিমত উত্তেজনার পারদ চড়েছিল। আর তাই আসন্ন লোকসভা নির্বাচনের আগে সমস্ত পরিস্থিতির বিষয়ে অবহিত হয়ে গেলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক উল্লেখ্যএদিন জেলার দৃষ্টিহীন ভোটারদের জন্য ভোটার তালিকায় নাম তোলার জন্যনাম সংশোধন প্রভৃতির জন্য বিশেষ ব্রেইল প্রথায় মুদ্রিত ফর্মের উদ্বোধন করেন আরিজ আফতাব। জেলায় মোট প্রতিবন্ধী ১২ হাজার ৫৬৯জন। তার মধ্যে দৃষ্টিহীন ভোটার রয়েছেন ১৮৯৮ জনমূক ও বধির ভোটার রয়েছেন ২ হাজার ৫৯৯ জন। উল্লেখ্যআসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব বর্ধমান জেলায় মোট ভোটারের সংখ্যা ৩৮ লক্ষ ৮০ হাজার ৯০১ জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১৯ লক্ষ ৮০ হাজার ৭৬৭জনমহিলা ভোটার রয়েছেন ১৯ লক্ষ ৫৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮০জন। এছাড়াও সার্ভিস ভোটার রয়েছেন ৩ হাজার ১০১ জন। পূর্ব বর্ধমান জেলায় বর্ধমান – দুর্গাপুর লোকসভার মধ্যে রয়েছে বর্ধমান উত্তর ও বর্ধমান দক্ষিণ বিধানসভামন্তেশ্বরভাতার এবং গলসী বিধানসভা। অন্যদিকেবর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের অধীনে রয়েছে রায়নাজামালপুরমেমারীকালনাপূর্বস্থলী উত্তরপূর্বস্থলী দক্ষিণ এবং কাটোয়া বিধানসভা। অপরদিকেবাঁকুড়ার বিষ্ণপুর লোকসভার অধীনে রয়েছে বর্ধমানের খণ্ডঘোষ বিধানসভা এবং বোলপুর লোকসভার অধীনে রয়েছে আউশগ্রাম,কেতুগ্রাম এবং মঙ্গলকোট বিধানসভা। এদিন বৈঠক শেষে জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেনভোটের নির্ঘণ্ট এখনও প্রকাশিত হয়নি। জেলায় কতগুলি স্পর্শকাতর বুথ রয়েছে সে ব্যাপারে এখনও কোনো পূর্ণাঙ্গ তালিকা তৈরী হয়নি। জেলা পুলিশ ও প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে এব্যাপারে আবেদন বা অভিযোগ আসার পর পূর্ণাঙ্গ তালিকা তৈরী হবে। জেলাশাসক জানিয়েছেনতাঁরা সমস্ত রকমের ব্যবস্থাই তৈরী রাখছেন। নির্বাচন কমিশন থেকে যেভাবে ব্যবস্থাপনা চাওয়া হবে তা তাঁরা দ্রুত যাতে দিতে পারেন সেজন্য তৈরী রয়েছেন। তিনি জানিয়েছেনবিভিন্ন বুথে ওয়েব ক্যাম,ভিডিও ফটোগ্রাফির ব্যবস্থাও তাঁরা তৈরী রাখছেন।

Exit mobile version