বর্ধমান (পূর্ব বর্ধমান) :- সাম্প্রতিক সময়ে বিশেষত শিশুদের কাঁধে বইয়ের বোঝা নিয়ে যে চর্চা শুরু হয়েছে এবং যার জেরে শিশুদের শিরদাঁড়া সহ শারিরীক বিভিন্ন সমস্যা তৈরী হচ্ছে বলে যে অভিযোগ উঠছে তাতে কার্যত জল ঢেলেই দিলেন ব্যাঙ্গালোরের মণিপাল হাসপাতালের হোয়াইটফিল্ডের বিশিষ্ট তিন চিকিত্সক। মেরুদণ্ড সংক্রান্ত বিষয়ক সার্জেন ডা. ভারত পি সরকার, অস্থিরোগ বিশেষজ্ঞ ডা. কুমারদেব অরবিন্দ রাজমন্যা এবং স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডা. এন এস সন্তোষ প্রত্যেকেই জানিয়েছেন শিশুদের কাঁধে বইয়ের বোঝার জন্য শিশুদের বিশেষত শিরদাঁড়ার কোনো সমস্যা হবার বিষয়ই নেই।