বর্ধমান (পূর্ব বর্ধমান) :- কার্মিক কন্যাশ্রী শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হল সোমবার বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে। কন্যাশ্রী ক্লাবগুলিকে বই, ডায়রী পাশাপাশি দেওয়া হয় একটি করে ক্যালেণ্ডার। ওই ক্যালেণ্ডারে আছে সারা বছরের বিভিন্ন কাজের খতিয়ান। বাল্য বিবাহ রোধ থেকে বিভিন্ন সামাজিক কাজকর্ম। গত এক বছরে গোটা জেলায় ৩১৮ টা বাল্যবিবাহ আটকে দিয়েছে কন্যাশ্রী ক্লাবের মেয়েরা। যা গোটা রাজ্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য। এদিনের অনুষ্ঠানে উপস্থিত জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, অতিরিক্ত জেলাশাসক অরিন্দম নিয়োগী, জেলা সমাজকল্যাণ আধিকারিক প্রশান্ত রায়, জেলা কন্যাশ্রী প্রকল্পাধিকারিক মৌলি সান্যাল সহ জেলার কন্যাশ্রীরা ক্লাবের সদস্যরা উপস্থিত ছিল। বাল্যবিবাহ রোধ,শিশু পাচার রোধে জেলার কন্যাশ্রী ক্লাবের মেয়েরা যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। তেমনী তারা আগামীদিনের নাগরিক। তাই জেলা প্রশাসন কন্যাশ্রী ক্লাবের মেয়েদের নিয়ে গণতন্ত্র রক্ষার প্রচারে সামিল করেছে। তারাও আগামীদিনে ভোটার হবে। তাই ভোট দিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করা, ভোটদানে মানুষকে উৎসাহিত করার ক্ষেত্রেও কন্যাশ্রীরা বড় ভূমিকা যাতে নেয় সে ব্যাপারে এদিন কন্যাশ্রী ক্লাবের মেয়েদের এগিয়ে আসার আবেদন জানানো হয়। এদিন অতিরিক্ত জেলাশাসক (নির্বাচন) অরিন্দম নিয়োগী জানিয়েছেন, কন্যাশ্রী ক্লাবের মেয়েরা ভিভিপ্যাটের প্রশিক্ষণ নিয়ে বাড়ি বাড়ি তা প্রচার করছে। নিজেদের বাড়িতেও বাবা মা সহ সকল সদস্যদের ভিভিপ্যাট নিয়ে প্রশিক্ষণ দিচ্ছে কন্যাশ্রীরা।