E Purba Bardhaman

কাজ বন্ধ করে নয়, মানুষের মুখে খাবার তুলে দিয়ে আর জি কর কাণ্ডের প্রতিবাদ

Protest against RG Kar case by putting food in people's mouths

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- কাজ বন্ধ করে নয় কাজের মাধ্যমেই আর জি কর কাণ্ডের প্রতিবাদ জানালো বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির মহিলা সদস্যরা। শনিবার বর্ধমান শহর জুড়ে “ফীড ফিফটি” কর্মসূচিতে ৫০ জন পথচলতি দুঃস্থ ভবঘুরেদের হাতে তুলে দেওয়া হল রান্না করা খাবার। সংস্থার সহ-সম্পাদিকা শতাব্দী মজুমদার বলেন, মহিলারা পথে নেমে সমাজসেবার দায়িত্ব গ্রহণ করে বুঝিয়ে দিলেন শুধু রাত দখল নয়, মেয়েরা চাইলে সব পারেন। কাজ বন্ধ করে নয় কাজের মাধ্যমেই আমরা আর জি কর কাণ্ডের প্রতিবাদ জানাচ্ছি। তিনি জানিয়েছেন, ৭৮তম স্বাধীনতা দিবসের দিন ৫০ জন দু:স্থ মানুষের হাতে রান্না করা খাবার এবং ৫০ জন গৃহ পরিবেশে থাকা দরিদ্র মানুষদের ত্রিবর্ণ রঞ্জিত খাবার দেওয়ার মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়েছিল। তিনি জানিয়েছেন, খাদ্যের অধিকার হলো মৌলিক অধিকার, জাতীয় মানবাধিকার কমিশনের মতে অনাহার হলো এই মৌলিক অধিকারের পথে প্রধান অন্তরায়। সাম্প্রতিক নির্দেশে জাতীয় মানবাধিকার কমিশন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে বলেছে যে ক্ষুধা থেকে মুক্ত থাকার মৌলিক অধিকার রয়েছে। তিনি জানিয়েছেন, জাতীয় মানবাধিকার কমিশনের নির্দেশ কার্যকর করতেই এই নতুন কর্মসূচির শুভারম্ভ হয়। সংস্থার সহ-কোষাধ্যক্ষ চৈতালি ঘোষ বলেন, মানুষের কাছে খাদ্য সুরক্ষার সমস্ত নিয়ম মেনে রাসায়নিক বিষমুক্ত স্বাস্থ্যকর খাবার পৌঁছাতে হবে, পালিশ করা কম পুষ্টিমূল্যের চাল নয়, যথাযথ পুষ্টিমূল্য যুক্ত চালের সুব্যবস্থা করতে হবে। সংস্থার তরফে উপস্থিত ছিলেন শ্রাবন্তী সাহা, অর্পিতা আঢ্য, মনীষা মন্ডল, জয়ী সাহা, ইতি পোড়েল প্রমুখরা।

Exit mobile version