E Purba Bardhaman

বাংলাদেশের ঘটনায় প্রতিবাদ মিছিল বর্ধমানে

Protest march in Burdwan over Bangladesh incident

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগে বর্ধমানে প্রতিবাদ মিছিল সংগঠিত করল হিন্দু ঐক্য মঞ্চ। মঙ্গলবার বিকালে বর্ধমানের বড়নীলপুর থেকে বর্ধমান স্টেশন চত্বর পর্যন্ত এই মিছিল করা হয়। শ্লোগানের পাশাপাশি খোল-করতাল-সহ নাম কীর্তনের মধ্য দিয়ে প্রতিবাদ মিছিলে সামিল হন সনাতনীরা। মিছিলে সামিল হয়েছিলেন বিজেপির পূর্ব বর্ধমান জেলার সাংগঠনিক দুই জেলার জেলা সভাপতি ছাড়াও জেলা নেতৃত্বরা। উল্লেখ্য, বাংলাদেশের ঘটনায় বিক্ষিপ্তভাবে গোটা জেলার জায়গায় প্রতিবাদ চলছে। বুধবার মতুয়া সংঘের মেমারী শাখা, ইসকন শাখা এবং সনাতনী ঐক্য মঞ্চ ও ভারতীয় নাগরিক মঞ্চের পক্ষ থেকে পারিজাতনগর হরিমন্দির গেট এবং ছিনুই হরিমন্দির থেকে মেমারী নতুন বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে।

Exit mobile version