আর জি কর কাণ্ড ও বর্ধমানের ছাত্রী খুনের ঘটনায় প্রতিবাদ মিছিল, অবস্থান বিক্ষোভ, রাস্তা অবরোধ
admin
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আর জি কর কাণ্ড নিয়ে মঙ্গলবার দুপুরে মৌন মিছিল করে পথে নামলেন বর্ধমান আদালতের আইনজীবীরা। এদিন বর্ধমান আদালতের বার অ্যাসোসিয়েশন থেকে বের হয়ে বাদামতলা, কার্জনগেট ঘুরে আদালত পর্যন্ত আইনজীবীরা প্রতিবাদ মিছিল করেন। আইনজীবীরা জানান, তাঁরা চান দ্রুত ন্যায় বিচার। যে নারকীয় ঘটনা ঘটেছে দ্রুত তার বিচার চান। আর সেই দাবিতেই এদিন তাঁরা প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন। উল্লেখ্য, আর জি কর কাণ্ড নিয়ে এদিন বর্ধমান বিশ্ববিদ্যালয় চত্বরেও প্রতিবাদ মিছিলে সামিল হন বিশ্ববিদ্যালয়ের কর্মী, ছাত্রছাত্রীরা। এদিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এই প্রতিবাদে দাবি এক এবং স্লোগানও এক হলেও এমনকি উদ্যোক্তাদের নামও এক হওয়া সত্ত্বেও দু-জায়গায় পৃথক আন্দোলন হওয়ায় অনেকেই ভ্রূ কুঁচকেছেন। এদিন দেখা গেল, আর জি কর ও নান্দুড়ে আদিবাসী ছাত্রী খুনের ঘটনা নিয়ে আন্দোলনে দ্বিধাবিভক্ত বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। হাথরাস টু হাঁসখালি, আর জি কর টু বর্ধমান ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে এবং দোষীদের শাস্তি দাবিতে গণঅবস্থানের ডাক দেওয়া হয়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীবৃন্দ নামে ব্যানার নিয়ে গণঅবস্থানে সামিল হন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একাংশ। বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর গেটে যখন এই গণঅবস্থান চলছে তখন পালটা বিশ্ববিদ্যালয়েরই হিউম্যানিটিস্ বিল্ডিং-এর সামনে আরও এক দল ছাত্রছাত্রী বিক্ষোভ আন্দোলনে সামিল হন। আর জি কর ও বর্ধমানের নান্দুরের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে হয় অ্যাকাডেমিক অবস্থান। অপরদিকে, আর জি কর কাণ্ড এবং বর্ধমানের নান্দুড় এলাকায় আদিবাসী ছাত্রী প্রিয়াংকা হাঁসদা খুনে দোষীদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার গোটা জেলা জুড়ে জায়গায় জায়গায় রাস্তা অবরোধ করলেন আদিবাসীরা। মঙ্গলবার বর্ধমান-বোলপুর এন এইচ ২ বি সড়কের উপর বলগোনা মোড় এলাকায় পথ অবরোধ করা হয়। ভারত জাকাত মাঝি পরগানা মহলের পূর্ব বর্ধমান জেলা কমিটি এই অবরোধের ডাক দেয়। এই সমাবেশে অস্ত্রশস্ত্র নিয়ে আদিবাসী পুরুষ ও মহিলারা অংশ নেন। দীর্ঘক্ষণ অবরোধ চলায় ব্যস্ত রাস্তায় বাস, লরি-সহ সমস্ত যানবাহন আটকে পড়ে। আদিবাসী সংগঠনের নেতা অ্যান্ড্রো আলেক্স কিস্কু জানান, তাঁরা মানুষের অসুবিধা চান নি। কিন্তু তাঁদের ঘরের মেয়ের সাথে এই অন্যায় ঘটেছে। যার কোনোও বিহিত হয়নি। তিনি জানান, ‘আমরা চাই দোষী ধরা পড়ুক। দোষীর ফাঁসি চাই।’ এছাড়াও আর জি কর ও নান্দুর ঘটনার প্রতিবাদে মেমারীতে জি টি রোডের উপর চেকপোস্ট মোড় এবং বর্ধমান-কালনা রাজ্য সড়কের সাতগাছিয়া মোড়, এমনকি জামালপুরে মেমারী-তারকেশ্বর রোডের ভেরেলিপুল এলাকায় রাস্তা অবরোধ করে আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পরগণা মহল। অপরদিকে, বামপন্থী ১২ জুলাই কমিটির পক্ষ থেকেও এদিন বর্ধমান শহরে আর জি কর কাণ্ডে প্রতিবাদ মিছিল করা হয়।