E Purba Bardhaman

সন্দেশখালি আন্দোলনের ঢেউ বর্ধমানে, একাধিক জায়াগায় বাম ও বিজেপির বিক্ষোভ

Protest procession of several political parties in Burdwan city over Sandeshkhali incident.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- সন্দেশখালি আন্দোলনের ঢেউ এবার বর্ধমান শহরেও। আলাদা আলাদাভাবে হলেও এই ইস্যুতে রবিবার বিকালে দফায় দফায় বিক্ষোভ আন্দোলনে নামল ভারতীয় জনতা যুব মোর্চা, মহিলা মোর্চা-সহ সিপিআই(এম), সিটু, এসএফআই এবং ডিওয়াইএফআই। সন্দেশখালির ঘটনার প্রতিবাদে ও সেখ শাহজাহান-সহ অন্যান্য অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে রবিবার বিকালে ভারতীয় জনতা যুব মোর্চা ও মহিলার মোর্চা থানা ঘেরাও কর্মসূচির ডাক দেয়। রাজ্যে জুড়ে মহিলাদের ওপর অত্যাচার, ধর্ষণ ও খুনের প্রতিবাদে বিজেপির থানা ঘেরাও কর্মসূচিকে ঘিরে উত্তেজনা দেখা দেয় বর্ধমান শহরের বিসিরোডে বর্ধমান থানার সামনে। বর্ধমানের কার্জনগেট চত্বর থেকে মিছিল করে বর্ধমান থানা ঘেরাও করে বিজেপির মহিলা মোর্চা ও যুব মোর্চার কর্মী সমর্থকেরা। থানার সামনে ব্যারিকেড ভেঙে থানার ভেতর ঢোকার চেষ্টা করে বিজেপি সমর্থকরা। যাকে ঘিরে উত্তেজনা দেখা দেয়। অপরদিকে, সন্দেশখালির ঘটনার প্রতিবাদে ও সন্দেশখালির প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের নিঃশর্ত মুক্তির দাবিতে সিআইটিইউ বর্ধমান শহর ২ এরিয়া সমন্বয় কমিটির পক্ষ থেকে বীরহাটা থেকে বর্ধমান থানা পর্যন্ত প্রতিবাদ মিছিল করা হয়। এছাড়াও সিপিআই(এম) বর্ধমান শহর ১ এরিয়া কমিটির পক্ষ থেকেও প্রতিবাদ মিছিল করা হয়। উপস্থিত ছিলেন তাপস সরকার, অপূর্ব চ্যাটার্জি, সুপর্ণা ব্যানার্জী, নজরুল ইসলাম প্রমুখ। এরই পাশাপাশি এসএফআই এবং ডিওয়াইএফআই-এর পক্ষ থেকে কার্জন গেটের সামনে জিটি রোডের একাংশ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এছাড়াও এদিন জেলার বিভিন্ন প্রান্তে বিজেপি এবং সিপিআই(এম)-এর পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হয়।

Exit mobile version