বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আর জি কর কাণ্ড নিয়ে প্রতিবাদ, আন্দোলন রবিবারও অব্যাহত থাকলো বর্ধমান শহরে। এদিন বর্ধমানের স্টেশন মোড় থেকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল ছুঁয়ে কার্জন গেট পর্যন্ত বিক্ষোভ মিছিলে পা মেলান “পূর্ব বর্ধমান শিক্ষক সমাজ”। অন্যদিকে, নারায়ণ দিঘী ক্যানেল বাঁধ ও সাধনপুর কালী বাড়ি থেকে মহিলা, স্কুল ছাত্রছাত্রী-সহ সাধারণ মানুষ এই ইস্যুতে প্রতিবাদে সামিল হন কার্জন গেটে। অপরদিকে, জাস্টিস ফর আর জি কর এই দাবিকে সামনে রেখে ফটক বাগানবাড়ি এলাকা থেকে এদিন অপর আরও একটি মিছিল এসে সমবেত হয় কার্জন গেটে। মোমবাতি মিছিল করেন তাঁরা। এরই পাশাপাশি মানবী – অর্ধেক আকাশ-এর উদ্যোগে এদিন কার্জনগেট চত্বরে প্রতিবাদ, বিক্ষোভে সামিল হন মহিলারা।