E Purba Bardhaman

আর জি কর কাণ্ডে প্রতিবাদ অব্যাহত

Protests continue in the RG Kar case

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আর জি কর কাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবারও বর্ধমানে বিক্ষোভ, প্রতিবাদ মিছিল সংগঠিত হল। এদিন, বিচারের দাবিতে আর জি কর থেকে বর্ধমান খুন ধর্ষণের ঘটনার বিরুদ্ধে পথে নামলো পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পূর্ব বর্ধমান জেলা শাখা। এদিন বর্ধমানের কার্জন গেটে বিক্ষোভ দেখানো হয়। কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষা প্রদান, মেয়েদের উপর এই নারকীয় অত্যাচার বন্ধ করতে প্রশাসনকে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। বর্ধমানের নান্দুড়ে আদিবাসী ছাত্রী খুনের ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানানো হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদিকা ইসমত আরা খাতুন, জেলা সম্পাদিকা ঝর্ণা পাল প্রমুখরা। এরপর কার্জন গেট থেকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল পর্যন্ত এক প্রতিবাদ মিছিল করা হয়। অন্যদিকে, এদিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বর্ধমানের রাজবাড়ি থেকে গোলাপবাগের দূরশিক্ষা ভবন পর্যন্ত আর জি কর ঘটনার প্রতিবাদে মিছিল করেন। এরই পাশাপাশি এদিন বড়নীলপুর মোড় থেকে বিভিন্ন আঙ্গিকের শিল্পীরা সমবেত ভাবে প্রতিবাদ মিছিলে পা মেলান কার্জন গেট পর্যন্ত। এরই পাশাপাশি মেমারীর সাতগেছিয়া চক্রের স্কুলের ছাত্র-ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা আর জি করে ঘটনার প্রতিবাদে সাতগেছিয়া বাজারে একটি মিছিল করেন। শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের পাশাপাশি পা মেলান এলাকার বহু সাধারণ মানুষ। সাতগেছিয়া চৌমাথায় নীরবতা পালন করা হয়।

Exit mobile version