বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ভোটের ফাঁসে ব্যাপকভাবে বাংলার প্রতিষ্ঠা দিবস উদ্যাপন করা না গেলেও আগামী বছর এই দিবসকে ব্যাপকভাবেই করার ইচ্ছা প্রকাশ করলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক কে রাধিকা আইয়ার। রবিবার নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই বর্ধমান টাউন হলে জেলার রিটার্নিং অফিসার তথা জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসকদের উপস্থিতিতে পালিত হল পশ্চিমবঙ্গ দিবস। জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশংকর মণ্ডল জানিয়েছেন, এদিন গান, আবৃত্তি প্রভৃতি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের এই প্রতিষ্ঠা দিবসকে পালন করা হল। এদিন ১৫ টি সাংস্কৃতিক দল অংশ নিয়েছে। তিনি জানিয়েছেন, জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) অমিয় দাস, পৌরসভার সচিব জয়রঞ্জন সেন প্রমুখরাও।