E Purba Bardhaman

বাংলার প্রতিষ্ঠা দিবস উদ্‌যাপন

Purba Bardhaman district administration celebrated the foundation day of Bengal.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ভোটের ফাঁসে ব্যাপকভাবে বাংলার প্রতিষ্ঠা দিবস উদ্‌যাপন করা না গেলেও আগামী বছর এই দিবসকে ব্যাপকভাবেই করার ইচ্ছা প্রকাশ করলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক কে রাধিকা আইয়ার। রবিবার নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই বর্ধমান টাউন হলে জেলার রিটার্নিং অফিসার তথা জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসকদের উপস্থিতিতে পালিত হল পশ্চিমবঙ্গ দিবস। জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশংকর মণ্ডল জানিয়েছেন, এদিন গান, আবৃত্তি প্রভৃতি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের এই প্রতিষ্ঠা দিবসকে পালন করা হল। এদিন ১৫ টি সাংস্কৃতিক দল অংশ নিয়েছে। তিনি জানিয়েছেন, জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) অমিয় দাস, পৌরসভার সচিব জয়রঞ্জন সেন প্রমুখরাও। উল্লেখ্য, এদিন নববর্ষ উপলক্ষ্যে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে সারাবছরের মঙ্গলকামনায় পুজো দেন ভক্তরা। জেলার বিভিন্ন মন্দিরে মন্দিরে এদিন ছিল উপচে পড়া ভিড়। জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু এদিন সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেন। তিনি জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেনাপতি অভিষেক বন্দোপাধ্যায়ের জন্য শুভ কামনা করে এদিন তিনি পুজো দিয়েছেন।

Exit mobile version