বিশ্ব বাংলা শারদ সম্মান দেওয়া হল পূর্ব বর্ধমান জেলার ৯ টি দুর্গাপুজো কমিটিকে
admin
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমান জেলার বিশ্ব বাংলা শারদ সম্মান ২০১৯ পুরস্কার প্রদান করা হল জেলাপরিষদের অঙ্গীকার হলে। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহকারী সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক বিজয় ভারতী, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক কুশল চক্রবর্তী-সহ জেলা পরিষদের অন্যান্য কর্মাধক্ষ ও আধিকারিকেরা। এদিন অনুষ্ঠানটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলাপরিষদের সভাধিপতি শম্পা ধাড়া। দুর্গাপুজোর বিভিন্ন ক্ষেত্র বিচার করে ৪ অক্টোবর তিনটি বিভাগে নির্বাচিত মোট নটি পুজো কমিটির নাম প্রকাশ করেন জেলাশাসক। সেরা পুজো বড়শুল জাগরণী, বড়শুল ইয়ংমেনস অ্যাসোসিয়েশন, আলমগঞ্জ বারোয়ারি। সেরা মন্ডপ মেমারি সারদাপল্লী অরবিন্দপল্লী রিক্রিয়েশন ক্লাব, মেমারি বিবেকানন্দ ইয়ংস কর্ণার ক্লাব, মেমারি উদয়ন ক্লাব। সেরা প্রতিমা বড়শুল অন্নদাপল্লী সার্বজনীন, কাটোয়ার নবোদয় সংঘ, কালনার পুরাতন বাস স্ট্যান্ড বারোয়ারি ব্যবসায়ী সমিতি। এদিন সেরা কমিটিগুলির প্রতিনিধিদের হাতে পুরষ্কার স্মারক তুলে দেওয়া হয়। একই সাথে সেরা পুজো কমিটিগুলিকে ৫০ হাজার করে টাকা, সেরা মণ্ডপ পুরস্কার প্রাপক কমিটিগুলিকে ৩০ হাজার করে টাকা এবং সেরা প্রতিমার পুরস্কার পাওয়া কমিটিগুলির হাতে ২০ হাজার করে টাকা তুলে দেওয়া হয়েছে।