‘দিদির সুরক্ষা কবচ’ নিয়ে সাংবাদিক বৈঠক করলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়
admin
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে কোনো দুর্নীতিই হয়নি। বরং দুর্নীতি যাতে না হয় সেজন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশেই উপভোক্তাদের বিষয় খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু কিছু ব্যক্তি এমন বলে বেড়াচ্ছেন যে, প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে ভয়াবহ দুর্নীতি হয়েছে। এখনও পর্যন্ত যাদের নাম উঠে এসেছে তাদের কেউই বাড়ি করেননি বা বাড়ি তৈরীর জন্য টাকাও পাননি। তাহলে কেন এটাকে দুর্নীতি বলা হচ্ছে? মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে সাংবাদিক বৈঠকে এভাবেই প্রথম প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে সরব হলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এদিন ‘দিদির সুরক্ষা কবচ’ সম্পর্কে সাংবাদিক বৈঠক করেন তিনি। এই বৈঠকেই প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে তৃণমূল নেতাদের নাম, আত্মীয়ের নাম থাকা, প্রাসাদোপম কিংবা পাকা বাড়ি থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় তৃণমূল নেতাদের নাম থাকা নিয়ে বলতে গিয়েই রবীন্দ্রনাথ বাবু জানিয়েছেন, কোনো দুর্নীতিই হয়নি বরং দুর্নীতি যাতে না হয় সেজন্যই এই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদিও তিনি জানিয়েছেন, যে সমস্ত তৃণমূল নেতাদের নাম পাওয়া যাচ্ছে তাদের বিষয়ে দলগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, এদিন ‘দিদির সুরক্ষা কবচ’ সম্পর্কে সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, এই কর্মসূচী রূপায়িত করতে তৃণমূল নেতা কর্মীরা প্রত্যেক বাড়ি বাড়ি যাবেন। কার কোথায় কি সমস্যা, কিভাবে তা দূর করা যায়, দিদির সুরক্ষা কবচ সম্পর্কে সাধারণ মানুষের কি ধারণা তা নথীভুক্ত করা হবে। তিনি জানিয়েছেন, দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে যাঁরা কোনো সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন তাঁরা দিদির এই সুরক্ষা কবচ কর্মসূচীতে সেই সুবিধা পাওয়ার জন্য জানাতে পারবেন। তিনি জানিয়েছেন, আগামী ১১ জানুয়ারী থেকে শুরু হচ্ছে প্রত্যেক অঞ্চল ও নগরে এবং একদিন ঘরে ঘরে প্রচার কর্মসূচী। এই সূচীতে রাজ্যস্তরের নেতারা উপস্থিত থাকবেন। তাঁরা সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত ও নগরাঞ্চলে সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করবেন, সরকারী দপ্তর পরিদর্শন করবেন, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে মধ্যাহ্ণভোজন করবেন, স্থানীয় জনগণকে নিয়ে জনসংযোগ সভা এবং দুয়ারে দিদির দূত কর্মসূচী রূপায়ন করতে দলীয় কর্মীদের প্রশিক্ষণ দেবেন। রবীন্দ্রনাথবাবু জানিয়েছেন, দুয়ারে দিদির দূত কর্মসূচীতে বাড়ি বাড়ি গিয়ে দলীয় কর্মীরা দিদির দূত মোবাইল এ্যাপ্লিকেশনের মাধ্যমে সাধারণ মানুষকে বিভিন্ন পরিষেবা সম্পর্কে জানানো হবে। এরইসঙ্গে প্রত্যেক বাড়ি পিছু দেওয়া হবে মমতা বন্দোপাধ্যায়ের চিঠি, দিদির সুরক্ষা কবচ দেওয়াল ক্যালেণ্ডার এবং দিদির সুরক্ষা কবচ ডোর স্টিকার। এদিন এই সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহকারী সভাধিপতি দেবু টু়ডু, বিধায়ক খোকন দাস, নেপাল ঘড়ুই, সেখ শাহনওয়াজ-সহ সহযোগী সংগঠনগুলির জেলা সভাপতিরাও। এদিন এই সাংবাদিক বৈঠকেই রবীন্দ্রনাথবাবু জেলার কয়েকটি অঞ্চলের সভাপতি সহ কয়েকটি জায়গার কমিটিও ঘোষণা করেন।