E Purba Bardhaman

জেলা জুড়ে বেড়ে চলা রক্তের চাহিদা দূরীকরণে ও রক্তের জোগান বাড়াতে উদ্যোগ নিলো পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেস

Purba Bardhaman District Trinamool Youth Congress has taken initiatives to eliminate the increasing blood demand and increase blood supply across the district

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ‘রক্তসংকট মোকাবিলায় যুবশক্তি’ নামক কর্মসূচীর মাধ্যমে প্রতিদিন গড়ে ৫০ জন করে রক্তদান করবেন বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে। দু’মাস ধরে চলবে এই কর্মসূচী। যার মাধ্যমে জেলার ২৩ টি ব্লক ও ৬ টি পৌরসভা এলাকা থেকে প্রতিদিন ৫০ ইউনিট করে প্রায় ৩ হাজার ইউনিট রক্ত সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সংগৃহীত রক্তের সম্পূর্ণটাই বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার। তিনি জানিয়েছেন, আগামী ১২ ডিসেম্বর থেকে ১২ ফ্রেরুয়ারী দু’মাস ধরে চলবে এই রক্তদান কর্মসূচী। তবে শুধু বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল নয়, প্রয়োজনে অনান্য মহকুমা, ব্লক, স্টেট জেনারেল ও গ্রামীণ হাসপাতালগুলোও তাদের প্রয়োজনের কথা জানালে সে ব্যবস্থাও করবে জেলা তৃণমূল যুব কংগ্রেস। রাসবিহারী হালদার জানিয়েছেন, দেশ ও দশের যে কোনো সমস্যা সমাধানে যুব সম্প্রদায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাইতো কবি যুব সম্প্রদায়কে উদ্ধৃত করে বলেছেন, “এ বয়স জানে রক্তদানের পুণ্য / বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, / প্রাণ দেওয়া-নেওয়া ঝুলিটা থাকে না শূন্য /সঁপে আত্মাকে শপথের কোলাহলে।” আসলে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল একটি রেফারেল হাসপাতাল। দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদ ছাড়াও উত্তরবঙ্গ এমনকি বিহার, ঝাড়খন্ড রাজ্য থেকে প্রচুর অসুস্থ মানুষ আসেন এখানে পরিষেবা নিতে। স্বভাবতই এই হাসপাতালে প্রতিদিন গড়ে ভালোই রক্তের চাহিদা থাকে। কোনো কোনো সময় সেই চাহিদা ও জোগানের মধ্যে একটা তফাৎ গড়ে ওঠে, তাই জোগান বাড়াতে জেলার যুব সম্প্রদায়কে রক্তদানের আহ্বান করা হয়েছে। যে আহ্বানে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে। মুমূর্ষু রোগীদের স্বার্থে আগামী ২ মাসের মধ্যে ৩ হাজার ইউনিট রক্ত সংগ্রহ করাই এখন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের মূল লক্ষ্য।


Exit mobile version