E Purba Bardhaman

পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে শুরু হলো ‘রক্তসংকট মোকাবিলায় যুবশক্তি’ কর্মসূচী

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ‘রক্তসংকট মোকাবিলায় যুবশক্তি’ নামক কর্মসূচীর মাধ্যমে মঙ্গলবার থেকে জেলায় শুরু হল রক্তদান শিবির। উদ্বোধন করলেন রাজ্যের প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। প্রথম দিনই রক্ত দিলেন প্রায় ৫০ জন যুবক। এই কর্মসূচীর মাধ্যমে প্রতিদিন গড়ে ৫০ জন করে রক্তদান করবেন বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে। দু’মাস ধরে চলবে এই কর্মসূচী, যার মাধ্যমে জেলার ২৩ টি ব্লক ও ৬ টি পৌরসভা এলাকা থেকে প্রতিদিন ৫০ ইউনিট করে প্রায় ৩ হাজার ইউনিট রক্ত সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। যে সংগৃহীত রক্তের সম্পূর্ণটায় বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার। তিনি জানান, ১২ ডিসেম্বর থেকে ১২ ফ্রেরুয়ারী দু’মাস ধরে চলবে এই রক্তদান কর্মসূচী। তবে শুধু বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল নয় প্রয়োজনে অনান্য মহকুমা, ব্লক, স্টেট জেনারেল ও গ্রামীণ হাসপাতালগুলোও তাদের প্রয়োজনের কথা জানালে সে ব্যবস্থাও করবে জেলা তৃণমূল যুব কংগ্রেস।


Exit mobile version