E Purba Bardhaman

রেশন ধর্মঘটে পূর্ব বর্ধমান জেলায় কোনো প্রভাব পড়ল না

Purba Bardhaman district was not affected by the ration strike

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- রাজ্য জুড়ে একটি সংগঠনের ডাকে যখন রেশন দোকান বন্ধ এবং বিভিন্ন জেলায় তার প্রভাব পড়লো, সেই সময় পূর্ব বর্ধমান জেলায় মোট ১৩৫৬ টি রেশন দোকানের মধ্যে ১৩৪৮ টি রেশন দোকান চলল নির্বিঘ্নে। ওয়েস্ট বেঙ্গল এম আর ডিলার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পরেশনাথ হাজরা মঙ্গলবার জানিয়েছেন, পূর্ব বর্ধমান জেলায় মোট ১৩৫৬ টি রেশন শপ রয়েছে। তার মধ্যে এদিন ৮ টি দোকানে যান্ত্রিক ত্রুটির জন্য রেশন সামগ্রী বণ্টন করা যায়নি। বাকি সব দোকান থেকেই স্বাভাবিকভাবে রেশন সামগ্রী বণ্টন করা হয়েছে। তিনি জানিয়েছেন, ওই ৮টি দোকানেও দ্রুত যান্ত্রিক ত্রুটি ঠিক করে রেশন বণ্টনের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যজুড়ে যে রেশন ডিলারদের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে পূর্ব বর্ধমান জেলায় কার্যতই তার কোনো প্রভাব পড়েনি বলে তিনি জানিয়েছেন। পরেশবাবু জানিয়েছেন, এদিন যে জেলায় সব দোকান খোলা ছিল এবং রেশন বণ্টন ঠিকঠাক হয়েছে সে ব্যাপারে জেলা খাদ্য নিয়ামকের কাছে তাঁরা সংগঠনের পক্ষ থেকে রিপোর্টও জমা দিয়েছেন।

Exit mobile version