বর্ধমান (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমান নিউ রেভুলেশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত হলো রক্তদান শিবির ও বসে আঁকো প্রতিযোগিতা। ইছলাবাদ কিরণ সংঘের সহযোগিতায় আয়োজিত এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, দুর্গা পূজা সমন্বয় সমিতির সম্পাদক সুকান্ত দাস প্রমুখ। উদ্যোক্তাদের পক্ষে রোহিত কয়াল, অর্জুন সাহা, রোহিত শংকর, ইন্দ্রনীল মাঝি, দেবযানী নাগ, অরিত্র মন্ডল জানিয়েছেন, কিরণ সংঘ প্রাঙ্গণে আয়োজিত এদিনের শিবিরে ৪০ জন রক্তদান করেন। বসে আঁকো প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ২০ জন। ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষজনের মধ্যে রক্তদানের প্রতি উৎসাহ বাড়াতেই তাঁদের এই উদ্যোগ। পাশাপাশি ক্ষুদেদের শিল্পী সত্তা তুলে ধরার জন্য ছিল আঁকা প্রতিযোগিতা।