বর্ধমান (পূর্ব বর্ধমান) :- সোমবার বর্ধমানের বিভিন্ন জায়গায় আচমকাই হানা দিয়ে ওভারলোর্ডিং বালি ও পাথরের কারবারকে হাতেনাতে ধরেছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব এবং জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়। আর জেলা প্রশাসনের কর্তাদের এই আচমকা হানাদারীর পরেই নড়েচড়ে বসল সমস্ত থানার পুলিশ কর্তারাও। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার ৫টি থানা এলাকা থেকে অবৈধ বালি তথা ওভারলোর্ডিং বালি পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হল মোট ১৮জন লরী চালককে। আটক করা হয়েছে ১৮টি ট্রাকও। এদের কাছ থেকে আদায় করা হয়েছে ১০ লক্ষাধিক টাকা জরিমানা বাবদ অর্থও। অর্থাত দুদিনেই আচমকা এই হানাদারী চালিয়েই প্রায় ২২ লক্ষ টাকা সরকারী কোষাগারে জমা পড়ায় রীতিমত উল্লসিত জেলা প্রশাসন। খোদ জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, এই অভিযান চলবেই। কাউকে না জানিয়েই তাঁরা এই অভিযান চালাবেন। জানা গেছে, সোমবার সকালের প্রশাসনিক কর্তাদের ওই অভিযানের পর সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত মেমারী থানার পুলিশ ৬টি ট্রাককে আটক করে। গ্রেপ্তার করে ৬জনকে। গলসী থানা ৫টি ট্রাককে আটক করে এবং ৫জনকে গ্রেপ্তার করে। খণ্ডঘোষ থানার পুলিশও আটক করেছে ৫টি ট্রাক এবং গ্রেপ্তার করেছে ৫জনকে। এছাড়াও আউশগ্রাম এবং রায়না থানার পুলিশ ১টি করে ট্রাক আটক এবং ১জন করে গ্রেপ্তার করেছে।