E Purba Bardhaman

মুখ্যমন্ত্রীর দারস্থ হচ্ছেন রাজ কলেজের শিক্ষকরা

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- কলেজের ভর্তিতে কাউন্সিলিং এবং ভেরিফিকেশন বন্ধের নির্দেশ দিয়েছিল উচ্চশিক্ষা দপ্তর। সেই নির্দেশ গোটা রাজ্যের পাশাপাশি সমস্ত কলেজে কলেজেও পৌঁছে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও বর্ধমানের রাজ কলেজে ভেরিফিকেশন চলতে থাকার অভিযোগ পেয়েই সরজমিনে কলেজ পরিদর্শন করেছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মহুয়া সরকার সহ ৪ সদস্যের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল। হাতেনাতেই তাঁরা অনিয়মের প্রমাণ পান। এই ঘটনায় রাজ কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে দু্ব্যর্বহারের অভিযোগ ওঠে। আর এরপরেই কলেজের টিচার্স কাউন্সিলের বৈঠকে পাল্টা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের বিরুদ্ধে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর সহ মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। যদিও এব্যাপারে সরাসরি কলেজের কেউ মুখ না খুললেও সো্মবার টিচার্স কাউন্সিলের মিটিং-এ এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় নতুন করে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রাজ কলেজের সংঘাত শুরু হতে চলেছে বলে মনে করছেন শিক্ষামহল।

Exit mobile version