E Purba Bardhaman

আগামী ২৫ বছরের মধ্যে রামরাজত্ব তৈরি হবে – দিলীপ ঘোষ

Ramrajtva will be built in next 25 years - Dilip Ghosh

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আগামী ২৫ বছরের মধ্যে ভারতে রামরাজ্য তৈরী হবে। তারই সূচনা হয়ে গেছে। এতদিন যারা প্রকাশ্যে রামনাম মুখে আনতে লজ্জা পেতেন। আজ তারাই রামের নাম নিয়ে মিছিল করছে, নাম উচ্চারণ করছে গর্বের সঙ্গে। বুধবার সন্ধ্যায় দুর্গাপুর থেকে ফিরে বর্ধমানে রামনবমীর মিছিলে অংশ নিতে এসে একথা বললেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তিনি বলেন, আমাদের পূর্বপুরুষরা রামলালার মূর্তি আর মন্দির প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন, শত শত প্রাণ বলিদান দিয়েছেন। এতদিন পরে রামলালার মূর্তি প্রতিষ্ঠা হয়েছে, রামমন্দির প্রতিষ্ঠা হয়েছে। লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন তা দর্শন করছেন। এখানেই থেমে থাকলে হবে না। আগামী ২৫ বছরের মধ্যে রামরাজ্য তৈরি করার জন্য দেশের কোনায় কোণায় উন্নয়ন পৌঁছে দিতে হবে। ভারতে রামের প্রতিনিধি হিসেবে মোদিজী দেশের মানুষের উন্নয়নের কাজ করছেন। শুধু ভারতে নয় বিশ্বেও রাম রাজত্ব তৈরি করতে হবে বলে জানান দিলীপ ঘোষ। এদিন কার্জন গেটের এই সভার পর বর্ধমানের স্বস্তিপল্লীতে রামনবমীর অনুষ্ঠানেও অংশ নেন দিলীপবাবু। এদিন নির্বাচন কমিশন কোচবিহারে রাজ্যপালকে যেতে অনুমতি না দেওয়া প্রসঙ্গে দিলীপবাবু বলেন, নির্বাচন কমিশন যা করেছে তা নিয়ে আমার কিছু বলার নেই। নির্বাচন কমিশন যা বলছে তা সকলকেই মানতে হবে। উল্লেখ্য, এদিন দিলীপবাবুর সঙ্গে এই অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপি থেকে বহিষ্কৃত শ্যামল রায়ও। যা নিয়ে এদিন নতুন করে চর্চাও শুরু হয়েছে।

Exit mobile version