E Purba Bardhaman

রাজ ঐতিহ্য মেনেই শুরু হল বর্ধমানের রথযাত্রা

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- রাজ পরিবারের প্রথা মেনেই শনিবার সকাল ৭ টায় বর্ধমান রাজ পরিবারের কুল দেবতা লক্ষ্মী নারায়ণ জীউ মন্দিরে এবং রাধাবল্লভ জীউ মন্দিরে রথের দড়িতে টান দিয়েই এবছর বর্ধমানে রথযাত্রা শুরু হল। শনিবার সকালে পুরনো রাজ পরিবারের প্রথা মেনেই বর্ধমানের বড়বাজারের রাজবাড়ি লাগোয়া লক্ষ্মীনারায়ণ জীউ মন্দিরে থাকা দুটি রথের দড়িতে টান দেন সেবাইত সহ এলাকার মানুষ। এরপরই নতুনগঞ্জে রাধাবল্লভ জীউ মন্দিরে একইভাবে রথের দড়িতে টান দেওয়া হয়। অন্যান্যবারের মতই দুটি মন্দির এলাকাকে ঘিরেই বসেছে রথের মেলা। বর্ধমানের এই রাজ পরিবারের ঐতিহ্য মেনেই এবারও শহরের অন্যান্য রথযাত্রাগুলি শুরু হল। তবে এবছর বর্ধমান শহরে প্রধান আকর্ষণ সৃষ্টি করেছে কাঞ্চননগরের পিতলের রথ। কাঞ্চননগর রথতলায় এদিন এই রথের সুচনা করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়। হাজির ছিলেন এই রথের উদ্যোক্তা কাঞ্চন নগরের প্রভাত প্রগতি সংঘের সভাপতি খোকন দাস, পুরপতি ডাক্তার স্বরূপ দত্ত, বর্ধমানের বাজেপ্রতাপপুর রামকৃষ্ণ মিশনের মঠাধ্যক্ষ স্বামী অজ্ঞেয়ানন্দজী মহারাজ প্রমুখ।

Exit mobile version