মেমারী (পূর্ব বর্ধমান) :- মেমারী থানার গোপগন্তার গ্রাম পঞ্চায়েতের বাহারপুর গ্রামে দীর্ঘ প্রায় ৪-৫ বছর ধরে পানীয় জলের তীব্র সমস্যা না মেটায় সোমবার পঞ্চায়েত অফিসের গেট আটকে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। গ্রামবাসী শান্তনা রায় জানিয়েছেন, আমাদের গ্রামে পানীয় জলের তীব্র সমস্যা। চাপা কলে জল ওঠে না। নতুন পিএইচই কলের কাজ শুরু হয়েছিল। কিন্তু গ্রাম পঞ্চায়েত থেকে প্রধান, উপ-প্রধান গিয়ে কলের কাজ বন্ধ করে দিয়েছেন। বলেছিলেন, এক মাসের মধ্যে কল বসিয়ে জল চালু করে দেবেন। এব্যাপারে তাঁরা বিডিও অফিসেও গিয়েছিলেন। কিন্তু কোনো সুরাহা হয়নি। তাই এদিন আবার জলের জন্য পঞ্চায়েতে এসেছেন। শান্তনাদেবী জানিয়েছেন, এখন অনেক দূর থেকে তাঁদের জল আনতে হচ্ছে। জলাশয়গুলির জলও ভালো নয়। ৪-৫ বছর ধরে এই সমস্যা চলছে। গ্রামবাসী রেনুকা রায় জানিয়েছেন, তাঁদের জলের দরকার। পুকুরেও জল নেই। জমি থেকে জল আনতে হয়। অনেক দূরে একটা কল আছে। সেটায় প্রচুর মানুষের চাপ, মাঝে মাঝেই খারাপ হয়ে যায়। পঞ্চায়েত থেকে নতুন কলের কাজ বন্ধ করে দিয়েছে। এক মাসের মধ্যে কল বসিয়ে দেবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু কোনো লাভ হয়নি। তাঁরা বর্তমানে কঠিন সমস্যার মধ্যে রয়েছেন।