E Purba Bardhaman

আহত পথ কুকুরের সেবায় ঝাঁপিয়ে পড়লেন বাসিন্দারা; দেওয়া হল স্যালাইন, ইঞ্জেকশন

Residents rushed to the aid of the injured street dog, administered saline, injections

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- গুরুতর আহত এক পথ কুকুরের সেবা ও চিকিৎসায় নজীর দেখালেন বর্ধমান শহরের মৌসুমি ক্লাব এলাকার কয়েকজন গৃহবধূ এবং বাসিন্দারা। তাঁদের সঙ্গে সমানতালে কুকুরের সেবায় হাত লাগালো ক্ষুদেরাও। মৌসুমি ক্লাব এলাকার বাসিন্দা গৌতম গোস্বামী জানিয়েছেন, কয়েকদিন আগে তাঁদের গলিতে থাকা একটি কুকুর আহত হয়। কে বা কারা তাকে মারধর করায় গুরুতর জখম হয়। বিষয়টি দেখতে পেয়ে তাঁদের এই গলির বাসিন্দারা চিকিৎসককে খবর দেন। চিকিৎসক ওষুধ দেন। কিন্তু রবিবার থেকে কুকুরটির অবস্থা আরও সংকটজনক হয়ে ওঠে। ফের চিকিৎসককে খবর দেওয়া হয়। আর রবিবার দুপুর থেকেই গলির বাসিন্দারা কুকুরটির সেবায় হাত লাগান। ভেটেনারি কাজে অভিজ্ঞ শুভেন্দু দে জানিয়েছেন, খবর পেয়ে তিনি আসেন। দেখেন কুকুরটির মেরুদণ্ডে বড়সড় আঘাত থাকায় সে উঠে দাঁড়াতে পারছে না। এমনকি কানেও পোকা হয়েছে। এরপরই চিকিৎসা শুরু হয়। দেওয়া হয় স্যালাইন সহ একাধিক ইঞ্জেকশনও। এলাকার গৃহবধূ সুপর্ণা ব্যানার্জ্জী জানিয়েছেন, নির্মমভাবে কুকুরটিকে কে বা কারা মারধর করেছে। তিনি এদিন রীতিমতো হাতজোড় করে আবেদন করেছেন, পথ কুকুরদের খেতে না দিন, আদর না করুন তাতে কোনো আপত্তি নেই, কিন্তু তাদের মারধর করবেন না। সুপর্ণাদেবী জানিয়েছেন, এই কুকুরটিকে সুস্থ করে তোলার জন্য তাঁরা আপ্রাণ চেষ্টা চালাবেন।

Exit mobile version