বর্ধমান (পূর্ব বর্ধমান) :- কেন্দ্র সরকারের ২০ শতাংশ ডিউটি বৃদ্ধির জেরে পূর্ব বর্ধমান থেকে বিদেশে গোবিন্দভোগ চালের রপ্তানি কার্যত বন্ধের মুখে বলে জানালেন বর্ধমান জেলা রাইস মিল এ্যাসোসিয়েশনের কার্য্যকরী সভাপতি আব্দুল মালেক। আগামী ২৫ নভেম্বর থেকে ২৭ নভেম্বর বর্ধমান শহরের কল্পতরু মাঠে অনুষ্ঠিত হতে চলেছে ২৪ তম রাইস প্রো-টেক এক্সপো ২০২২। মঙ্গলবার এই মেলার আয়োজক বর্ধমান জেলা রাইস মিল এ্যাসোসিয়েশনের উদ্যোগে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করবেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। মেলার সমাপ্তি দিনে উপস্থিত থাকতে পারেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার। সংগঠনের জেলা কার্য্যকরী সভাপতি তথা মেলা কমিটির চেয়ারম্যান আব্দুল মালেক জানিয়েছেন, এই মেলায় ভারত-সহ বিদেশী বিভিন্ন মেশিন উত্পাদনকারী মোট ১৭০টি সংস্থা উপস্থিত হচ্ছে। এছাড়াও আসছে আমেরিকা, টার্কি, চিন, স্পেন, জাপন এবং ইংল্যাণ্ডের বেশ কয়েকটি কোম্পানীও। গড়ে প্রতিদিন প্রায় ৫ হাজার মানুষের সমাগম হবে এই মেলায় বলে তাঁরা আশাবাদী।