বিপুন ভট্টাচার্য, গলসী (পূর্ব বর্ধমান) :- কয়েকমাস আগে রাজ্যের মুখ্যমন্ত্রী জেলা সফর তথা জেলায় জেলায় প্রশাসনিক বৈঠক করতে গিয়ে রীতিমত সরব হয়েছিলেন অবৈধ বালি, কয়লা , পাথর প্রভৃতি পাচার নিয়ে। বালির ওভারলোডিং বন্ধের জন্য জেলার প্রতিটি অফিসারকে রীতিমত কড়া হুঁশিয়ারীও দিয়েছিলেন। ফলাফলস্বরূপ মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই রীতিমত কোমড় বেঁধে মাঠে নেমেও পড়েছিলেন জেলা প্রশাসন থেকে পুলিশ কর্তারাও। থানায় থানায় সাজো সাজো রব পড়েও গিয়েছিল। মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং পুলিশ ও প্রশাসন কর্তাদের নজরদারীতে রীতিমত সরকারী কোষাগারে আশাতিরিক্ত রাজস্ব আদায় হয়েছিল।