জামালপুর (পূর্ব বর্ধমান) :- দীর্ঘদিন ধরে গ্রামের রাস্তা খারাপ। বারবার বিডিও এবং পঞ্চায়েতে জানিয়েও কোনো লাভ হয়নি। চলতি বর্ষায় রাস্তায় চলাচল করাই দায় হয়ে পড়েছে। তাই প্রতিবাদ জানাতে গ্রামের কাঁচা রাস্তাতেই ধানের চারা রোপন করে প্রতিবাদ জানালেন গ্রামবাসীরা। একইসঙ্গে পঞ্চায়েত অফিসে তালাও ঝুলিয়ে দিলেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে জামালপুরের পাড়াতল ২নং গ্রাম পঞ্চায়েতের গোহালদহ এলাকায়। গ্রামবাসীরা এদিন জানিয়েছেন, জামালপুর ব্লকের পাড়াতল ২ নং গ্রাম পঞ্চায়েতের গোহালদহ থেকে হুগলীর খানপুর পর্যন্ত প্রায় ৬ কিমি রাস্তা দীর্ঘ কয়েক দশক ধরে বেহাল। ফলে সমস্যায় পড়েছেন খানসাদাপুর, পিরিজপুর, মাঠপাড়া, চারাবাগান এলাকার বাসিন্দারা। অবস্থা এতটাই সঙ্গীন যে, যাত্রীবাহী গাড়ি, ট্রেকারকেও কার্যত ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। গ্রামবাসীরা জানিয়েছেন, রাস্তা খারাপের জন্য গ্রামের মধ্যে ঢুকতে পারে না এ্যাম্বুলেন্সও। এব্যাপারে বারবার বিডিও পঞ্চায়েত প্রধানকে জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় অবিলম্বে বেহাল রাস্তা সারাইয়ের দাবীতে সোমবার বেহাল রাস্তায় ধান পুঁতে রাস্তা অবরোধে সামিল হোন স্থানীয় বাসিন্দারা। পরে প্রশাসনিক আশ্বাসে ওঠে অবরোধ। পাড়াতল গ্রাম পঞ্চায়েতের প্রধান রাবিয়া বেগম সেখ জানিয়েছেন, গ্রামবাসীরা তাঁকে কিছু না জানিয়েই এদিন রাস্তা অবরোধ করেছেন। তিনি চেষ্টা করছেন রাস্তা মেরামত করার জন্য। প্রধান জানিয়েছেন, এদিন বিডিও-র সঙ্গে কথাও হয়েছে। যেহেতু এখনও তিনি প্রায় ১ মাস রয়েছেন, এই সময়ের মধ্যেই এই রাস্তার টেণ্ডার করে কাজ শুরুর চেষ্টা করবেন।