বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ভিনরাজ্য থেকে পাচারের সময় বর্ধমান রেল স্টেশনে ৪ টি বাজপাখি-সহ একজনকে গ্রেফতার করল আরপিএফ। শুক্রবার সকালে রাজেন্দ্র নগর-হাওড়া এক্সপ্রেস থেকে বর্ধমান স্টেশনে নামার সময়ই রুটিন তল্লাশিতে আরপিএফ-এর হাতে আসে এই পাচারকারী। বর্ধমান রেলস্টেশনের আরপিএফ ইন্সপেক্টর আশিস কুমার সরকার জানিয়েছেন, ধৃতের নাম সনু। বছর ৩৪-এর ধৃত এই যুবক বিহারের পাটনা জেলার আলমগঞ্জের বাসিন্দা। উদ্ধার হওয়া বাজ পাখিগুলোকে বর্ধমানের বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।