গলসী (পূর্ব বর্ধমান) :- শনিবার গলসীতে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় গলসী থানার পুলিশ গ্রেপ্তার করল এক সাধুকে। ধৃতের নাম মিলন নাইয়া ওরফে মিলন সাধু। মৃত যুবকের পরিবারের দাবি, তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করতেই সাধুবাবা যুবককে খুন করেছে। যদিও পুলিশের দাবি, সম্পর্ক নিয়ে টানাপোড়েনের জেরেই গলায় দড়ির ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে যুবককে খুন করা হয়েছে। জেরায় সেকথা স্বীকারও করেছে সাধুবাবা। ধৃতকে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে সোমবার বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। এই ঘটনায় আরও এক মহিলাকে আটক করেছে পুলিশ।