E Purba Bardhaman

শিশুকে যৌন নির্যাতন চালানোর অভিযোগে গ্রেপ্তার সেলুন মালিক

Salon owner arrested for allegedly sexually abusing a child

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :-  সাত বছরের বালিকার উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে রায়না থানার পুলিস। ধৃতের নাম কালীপদ পরামাণিক। রায়না থানার পিপিলা গ্রামে তার বাড়ি। রায়না থানারই রসুইখণ্ডে তার একটি সেলুন রয়েছে। রবিবার বিকালে রসুইখণ্ড থেকে পুলিস তাকে গ্রেপ্তার করে। ঘটনার দিনই বালিকার মা রায়না থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে ৩৭৬এবি ও পকসো অ্যাক্টের ৬ ধারায় মামলা রুজু করেছে পুলিস। সোমবার ধৃতকে পকসো আদালতে পেশ করা হয়। ধৃতকে ১০ এপ্রিল পর্যন্ত বিচার বিভাগীয় হেপাজতে পাঠানোর নিের্দশ দেন পকসো আদালতের ভারপ্রাপ্ত বিচারক পার্থপ্রতিম দত্ত। তদন্তকারী অফিসারের আবেদন মঞ্জুর করে নাবালিকার গোপন জবানবন্দি নথিভূক্ত করার জন্য বর্ধমানের সিজেএমকে নিের্দশ দেয় আদালত। তবে, বয়ান নথিভূক্ত করার সময় শিশু মনোবিদ রাখার ব্যবস্থা করার জন্য জেলা সমাজকল্যাণ আধিকারিক ও শিশু সুরক্ষা আধিকারিককে নিের্দশ দেন বিচারক। বর্ধমান মেডিক্যাল কলেজের ফরেন্সিক স্টেট মেডিসিনের বিভাগীয় প্রধানকে বালিকার মেডিকেল পরীক্ষা করার জন্য নিের্দশ দেয় আদালত।

     পুলিস জানিয়েছে, রসুইখণ্ডেই বছর সাতের ওই বালিকার বাড়ি। রবিবার বেলা ১১টা নাগাদ বালিকাকে তার দিদি কালীপদর সেলুনে চুল কাটাতে নিয়ে যায়। ভিড় থাকায় বালিকাকে সেলুনে রেখে দিয়ে বাড়ি ফিরে আসে তার দিদি। ঘন্টাখানেক পর ওই বালিকা কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে। জিজ্ঞাসা করায় পরিবারের লোকজনকে সে জানায়, চুল কাটার পর কালীপদ তাকে সেলুনের পাশে একটি বন্ধ রাইসমিলের ঘরে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে তার উপর যৌন নির্যাতন চালায়। চিৎকার করলে তার মুখ চেপে ধরে কালীপদ। এমনকি লাঠি দিয়েও তাকে মারধর করে। ঘটনার কথা কাউকে না জানানোর জন্য তাকে হুমকি দেয় অভিযুক্ত।

Exit mobile version