E Purba Bardhaman

পরীক্ষা দিতে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় আহত মাধ্যমিক পরীক্ষার্থী

Secondary examinee injured in road accident while going for examination

জামালপুর (পূর্ব বর্ধমান) :- টোটোয় চেপে মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় লরির সঙ্গে টোটোর ধাক্কায় আহত হলেন এক মাধ্যমিক পরীক্ষার্থী ও তাঁর মা। ঘটনাটি ঘটেছে মেমারি-তারকেশ্বর রোডে জামালপুরের পুলমাথা সংলগ্ন এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে জামালপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত পরীক্ষার্থীকে উদ্ধার করে নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেয়। একইসঙ্গে জামালপুর ব্লক হাসপাতালের চিকিৎসকরা ওই পরীক্ষাকেন্দ্রেই পরীক্ষার্থীর প্রাথমিক চিকিৎসা করেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই পরীক্ষার্থীর নাম অঙ্কিতা ঘোষ। বাড়ি জামালপুর এলাকায়। সে জামালপুর গার্লস হাই স্কুলের ছাত্রী। তার মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে জামালপুরে সেলিমাবাদ হাইস্কুলে। এদিন ওই পরীক্ষার্থী মায়ের সাথে টোটোয় চেপে পরীক্ষা দিতে যাচ্ছিল সেলিমাবাদ হাই স্কুলে। মেমারী তারকেশ্বর রোডের পুলমাথা পেরিয়ে গিয়ে মিলের কাছে একটি লরির সাথে সংঘর্ষ হয় টোটোটির। টোটো উল্টে আহত হয় ছাত্রী ও তার মা। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে উপস্থিত হয় জামালপুর থানার পুলিশ। পরীক্ষাকেন্দ্রে তাঁদের পৌঁছে দিয়েই জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে নিয়ে আসা হয় চিকিৎসক। প্রাথমিক চিকিৎসার পর ওই পরীক্ষার্থী পরীক্ষায় বসে। পুলিশ লরিটিকে আটক করেছে।

Exit mobile version