কালনা (পূর্ব বর্ধমান) :- কালনা রাজবাড়ীর মধ্যে কর্মরত নিরাপত্তারক্ষীকে কালনা পুরসভার পুরপ্রধান আনন্দ দত্তের মারধরের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার এই বিষয়ে মুখ খুললেন পুরাতত্ত্ব বিভাগের কালনা সার্কেলের দায়িত্বে থাকা সিনিয়র কনজারভেশন অ্যাসিস্ট্যান্ট অমিত মালো। বৃহস্পতিবার বিকেলে তিনি বলেন, ঘটনার দিন কালনা পুরসভার পুরপ্রধান আনন্দ দত্তের সামনেই তাঁর লোকেরা তাঁকে খুনের হুমকি দেয়। তাঁকে হুমকি দিয়ে জানান হয়, বাইরে বেরোলে তাঁকে মেরে ফেলা হবে, মিথ্যা অভিযোগ দিয়ে জেলে ঢুকিয়ে দেয়া হবে। তাঁকে সাসপেন্ড করে দেয়া হবে, এমনকি তাঁর চাকরিও চলে যাবে এমনই হুমকি দেয়া হয় তাঁকে। পাশাপাশি সেখানে থাকা তাঁদের কর্মীদের সাথেও দুর্ব্যবহার করেন পুরপ্রধান এবং তাঁর লোকেরা। বিষয়টি নিয়ে শুক্রবার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার উচ্চপদস্থ আধিকারিকরা তদন্তে আসবেন বলেও এদিন জানান তিনি। উল্লেখ্য, উল্টো রথ উপলক্ষে কালনা রাজবাড়ির মধ্যে অবস্থিত লালজি মন্দিরে ভোগ প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়। সেখানেই টোটো করে জলের জার নিয়ে যাওয়ার সময়, নিরাপত্তারক্ষীরা টোটো নিয়ে ভেতরে প্রবেশ করা যাবে না বলে গাড়িটিকে বাধা দিলেই শুরু হয় বিতর্ক। এর পরই আনন্দ দত্ত কর্তব্যরত সিকিউরিটি গার্ডকে মারধর করে। সেই ভিডিওই বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। যদিও এই প্রসঙ্গে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেননি পুরপ্রধান আনন্দ দত্ত।