কালনা (পূর্ব বর্ধমান) :- বেহাল স্বাস্থ্য পরিকাঠামো, জলমগ্ন কালনা মহকুমা হাসপাতালের একাধিক জায়গা। এই হাসপাতালেই ভর্তি রয়েছেন একাধিক ডেঙ্গু আক্রান্ত রোগী। আর সেখানেই জমে রয়েছে জল। এই জল পেরিয়েই রোগী ও তাঁদের আত্মীয়স্বজনদের যাতায়াত করতে হচ্ছে। অভিযোগ, বৃষ্টির পর কয়েক ঘণ্টা সময় কেটে গেলেও হাসপাতাল চত্বরের একাধিক জায়গায় জল জমে থাকে। বেহাল নিকাশি ব্যবস্থা এর অন্যতম কারণ। অন্যদিকে, জানা গেছে, কালনা মহকুমা হাসপাতালে ১৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন, ম্যালেরিয়া আক্রান্ত ভর্তি আছেন ৫ জন। ভর্তি থাকা জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা ২৯ জন। রোগীর আত্মীয়স্বজনরা জানিয়েছেন, যেখানে এত রোগী ডেঙ্গু-ম্যালেরিয়া আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন সেখানে জমে রয়েছে জল! ডেঙ্গুর প্রকোপ কমাতে জমা জল পরিষ্কার করা প্রয়োজন। কিন্তু এখানে হাসপাতালেই এই অব্যবস্থার চিত্র বেহাল স্বাস্থ্য পরিকাঠামোর দিকে আঙুল তুলছে।
যদিও এ প্রসঙ্গে ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি জল জমলে পাম্পের সাহায্যে তা দ্রুত নিষ্কাশন করে দেওয়া হয়।