কালনা ও কাটোয়া (পূর্ব বর্ধমান) :- শনিবারও পূর্ব বর্ধমান জেলাজুড়ে জল যন্ত্রণা অব্যাহত। কাটোয়া থেকে করুইগামী রাস্তার উপর পঞ্চাননতলার কাছে ফরে নদীর সেতুর উপর জল বইতে থাকায় যোগাযোগ বন্ধ। কালনা পৌরভার ৩নং ওয়ার্ডের চকবাজারে একটি বাড়িতে ফাটল তৈরি হয়েছে। ভাগীরথী লাগোয়া ১০ নং ওয়ার্ডে প্রায় ৬০ মিটার এলাকাজুড়ে লম্বা ফাটল দেখা দিয়েছে। ভাগীরথীর জল বেড়ে যাওয়ায় নাদনঘাটের ডাঙাপাড়ায় ভাঙন দেখা দিয়েছে। নসরৎপুর জেটিঘাটের কাছেই এই জায়গায় প্রায় ৩০ ফুট এলাকাজুড়ে ভেঙেছে। পঞ্চায়েতের উপপ্রধান মোবিন হোসেন মণ্ডল বললেন, ‘ভাঙনের বিষয়টি সেচ দপ্তরের নজরে আনা হয়েছে।’ কাটোয়ার দাঁইহাট ও নদিয়ার মাটিয়ারির সঙ্গে যোগাযোগের ভাগীরথীর ফেরিঘাটটি প্লাবিত। শনিবারও কাটোয়া, কালনা ও দাঁইহাট শহরের বহু এলাকা জলমগ্ন।
এদিকে কালনার বিভিন্ন এলাকা ঘুরে সরেজমিনে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখেন মন্ত্রী স্বপন দেবনাথ। কথা বলেন ক্ষতিগ্রস্তদের সঙ্গেও। স্বপন দেবনাথ জানান, ক্ষতিগ্রস্তদের পাশে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বতোভাবে সঙ্গে আছেন।