E Purba Bardhaman

কাটোয়া, কালনার একাধিক এলাকা জলমগ্ন; ভাঙন এলাকা পরিদর্শন করলেন মহকুমা শাসক

Several areas of Katwa, Kalna are under water; The sub-divisional magistrate visited the erosion areas

কালনা ও কাটোয়া (পূর্ব বর্ধমান) :- শনিবারও পূর্ব বর্ধমান জেলাজুড়ে জল যন্ত্রণা অব্যাহত। কাটোয়া থেকে করুইগামী রাস্তার উপর পঞ্চাননতলার কাছে ফরে নদীর সেতুর উপর জল বইতে থাকায় যোগাযোগ বন্ধ। কালনা পৌরভার ৩নং ওয়ার্ডের চকবাজারে একটি বাড়িতে ফাটল তৈরি হয়েছে। ভাগীরথী লাগোয়া ১০ নং ওয়ার্ডে প্রায় ৬০ মিটার এলাকাজুড়ে লম্বা ফাটল দেখা দিয়েছে। ভাগীরথীর জল বেড়ে যাওয়ায় নাদনঘাটের ডাঙাপাড়ায় ভাঙন দেখা দিয়েছে। নসরৎপুর জেটিঘাটের কাছেই এই জায়গায় প্রায় ৩০ ফুট এলাকাজুড়ে ভেঙেছে। পঞ্চায়েতের উপপ্রধান মোবিন হোসেন মণ্ডল বললেন, ‘ভাঙনের বিষয়টি সেচ দপ্তরের নজরে আনা হয়েছে।’ কাটোয়ার দাঁইহাট ও নদিয়ার মাটিয়ারির সঙ্গে যোগাযোগের ভাগীরথীর ফেরিঘাটটি প্লাবিত। শনিবারও কাটোয়া, কালনা ও দাঁইহাট শহরের বহু এলাকা জলমগ্ন। এদিন কালনার মহকুমাশাসক শুভম আগরওয়াল ও কাটোয়ার মহকুমাশাসক অর্চনা ওয়াংখেড়ে নিজের নিজের এলাকার জলস্ফীতির পরিস্থিতি ও ত্রাণ শিবিরগুলি সরেজমিনে দেখেন। বহু জায়গায় জমা জল সরাতে বহু জায়গায় রাস্তা কাটা হয়েছে। ওই রাস্তাগুলি সংস্কার করা হবে বলে আশ্বাস দিয়েছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, একই সাথে জেলাসভাধিপতি জানান জেলা জুড়ে ভাগীরথী-সহ বহু নদীবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু রাস্তা, সেতু ও কালভার্ট। এছাড়াও সাধারণ মানুষের বহু বাড়ি ও চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে দ্রুততার সাথে ক্ষয়ক্ষতি নিরূপণ করার কাজ করা হচ্ছে। জল নামলেই মেরামতিতে হাত দেওয়া হবে। অন্যদিকে, কালনা রাজবাড়ীর মধ্যে অবস্থিত বিখ্যাত লালজী মন্দির ভাসছে জলে। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
এদিকে কালনার বিভিন্ন এলাকা ঘুরে সরেজমিনে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখেন মন্ত্রী স্বপন দেবনাথ। কথা বলেন ক্ষতিগ্রস্তদের সঙ্গেও। স্বপন দেবনাথ জানান, ক্ষতিগ্রস্তদের পাশে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বতোভাবে সঙ্গে আছেন।

Exit mobile version