বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আদালতে জামিনের আবেদনের শুনানির জন্য সময় চেয়ে নিলেন ছাত্রীদের কুপ্রস্তাব দেওয়া এবং শ্লীলতাহানিতে অভিযুক্ত গানের শিক্ষক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। বুধবার জামিনের আবেদনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু, এদিনই কেসের তদন্তকারী অফিসার অরুণ বন্দ্যোপাধ্যায় মামলায় জামিন অযোগ্য পকসো অ্যাক্টের ৮ ধারা যুক্ত করার জন্য আদালতে আবেদন জানান। ধারাটি মামলায় যুক্ত করার জন্য সওয়াল করেন সরকারি আইনজীবী গৌতম মুখোপাধ্যায়। যদিও অভিযুক্ত গানের শিক্ষকের ৩ আইনজীবী সৈয়দ মহম্মদ ইয়াসিন, স্বপন বন্দ্যোপাধ্যায় ও উদয়শংকর কোনার তাতে আপত্তি জানান। তদন্তে হস্তক্ষেপ না করতে চাওয়ার কথা বলে ধারাটি মামলায় যুক্ত করার জন্য নির্দেশ দেন পকসো আদালতের বিচারক পার্থপ্রতিম দত্ত। এদিন শহরের জগৎবেড় এলাকার এক কিশোরীর গোপন জবানবন্দি নথিভুক্ত করার জন্য আদালতে আবেদন জানান তদন্তকারী অফিসার। সেই আবেদন মঞ্জুর করেছেন পকসো আদালতের বিচারক। আগামী ২৮ জুন আগাম জামিনের আবেদনের শুনানির দিন ধার্য করেছেন বিচারক।
কল্যাণের বিরুদ্ধে গানের স্কুলে ছাত্রীদের কুপ্রস্তাব দেওয়া ও শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। হরিসভা হিন্দু হাইস্কুলের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর মা এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। স্কুলের পোশাক ছিড়ে দেওয়া, মোবাইলে অশ্লীল মেসেজ পাঠানো, শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেওয়ার অভিযোগ রয়েছে কল্যাণের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ছাত্রী ও তার মায়ের আপত্তিকর ছবি ছড়ানোর হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে কল্যাণের বিরুদ্ধে।