বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ছাত্রীদের কুপ্রস্তাব দেওয়া এবং শ্লীলতাহানিতে অভিযুক্ত গানের শিক্ষক কল্যাণ বন্দ্যোপাধ্যায় আগাম জামিনের আবেদন করল। গ্রেপ্তার এড়াতে সোমবার সে বর্ধমানের পকসো আদালতে আগাম জামিনের আবেদন করে। তার হয়ে আইনজীবী উদয় শংকর কোনার ও মুন্সি আসাদুর রহমান জামিন চেয়ে আবেদন করেছেন। বুধবার জামিনের আবেদনের শুনানি হবে। শুনানির দিন কেস ডায়েরি আদালতে পেশ করার জন্য নির্দেশ দিয়েছেন পকসো আদালতের বিচারক পার্থপ্রতিম দত্ত। তদন্তের অগ্রগতির বিষয়ে ২ জুলাই রিপোর্ট পেশ করার জন্য তদন্তকারী অফিসারকে নির্দেশ দিয়েছেন বিচারক। কল্যাণের বিরুদ্ধে স্কুলের ছাত্রীদের কুপ্রস্তাব দেওয়া এবং শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। ঘটনার বিষয়ে হরিসভা হিন্দু হাই স্কুলের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর মা রবিবার অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি জানিয়েছেন, স্কুলের গানের শিক্ষক কল্যাণের ভাতছালার বাড়িতে তাঁর মেয়ে গান শিখত। কিছুদিন আগে মেয়ের সঙ্গে ফেসবুকে বন্ধুত্বের প্রস্তাব দেয় কল্যাণ। তার মেয়ে সেই প্রস্তাব গ্রহণ করে। তারপর থেকেই ফেসবুক চ্যাটে নানা অশ্লীল কথাবার্তা বলা শুরু করে গানের শিক্ষক। মেয়ের সঙ্গে সে সম্পর্ক স্থাপন করতে চায়। গত ১১ জুন তার মেয়ে কল্যাণের বাড়িতে গান শিখতে যায়। সেই সময় অন্য ছাত্রীরা ছিলনা। কল্যাণ তাঁর মেয়েকে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয়। এমনকি তার মেয়ের শ্লীলতাহানিও করে। মেয়ে চিৎকার-চেঁচামেচি করলে ধর্ষণ করলেও কেউ তার কিছু করতে পারবে না বলে কল্যাণ জানায়। বাড়ি ফিরে মেয়ে ঘটনার কথা খুলে বলে। পরেরদিন মেয়ে স্কুলে গেলে তার ও মেয়ের আপত্তিকর ছবি কল্যাণ অ্যাপসের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পরে জানা যায়, আরও কয়েকজন ছাত্রীর সঙ্গে কল্যাণ এ ধরণের ব্যবহার করেছে। ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেছে। অনেককেই শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিয়েছে। অভিযোগ পেয়ে পুলিস শ্লীলতাহানি, ভীতি প্রদর্শন, গালিগালাজ ও পকসো অ্যাক্টের ১২ ধারায় কল্যাণের বিরুদ্ধে মামলা রুজু করেছে। অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং সাজানো বলে মন্তব্য করেছেন কল্যাণের আইনজীবীরা।