বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ৭ দফা দাবীকে সামনে রেখে কাজের দাবিতে পূর্ব বর্ধমানের জেলাশাসককে স্মারকলিপি দিতে এসে পুলিশের ব্যারিকেড ভাঙল এসএফআই এবং ডিওয়াইএফআই। বর্ধমানে জেলাশাসকের অফিসের সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে পড়ে তারা। আদালত চত্ত্বরে ঢুকেও স্লোগান দেয় তারা। জেলাশাসকের অফিস চত্ত্বরে ধর্নায় বসে পড়ে বিক্ষোভকারীরা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দীর্ঘদিন পর বামপন্থী ছাত্র ও যুব সংগঠন একত্রিত হয়ে এদিন আন্দোলনে নেমে পুলিশের ব্যারিকেড ভাঙল। কয়েকবছর আগে জেলা সিপিএমের ব্যারিকেড ভাঙা নিয়ে ধুন্ধুমার কাণ্ড ঘটে যায় জেলাশাসকের অফিসের সামনে। এদিন সরকারী সমস্ত শুন্যপদে নিয়োগ, স্কুল সার্ভিস কমিশনের স্কুলের শূন্যপদে পূরণ, ১০০ দিনের পরিবর্তে ২০০ দিন কাজ এবং দৈনিক ৩৭৫ টাকা মজুরী প্রদান, স্কুল কলেজে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করা, মিড ডে মিলে খাবারের মান বৃদ্ধি করা, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এবং রেজাল্টের বেনিয়ম বন্ধ করা প্রভৃতি দাবী জানানো হয়।