বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ২০২৪-২০২৫ অর্থবর্ষের বাজেটে শিক্ষাব্যবস্থার বিভিন্ন খাতে ব্যয়বরাদ্দ কমেছে এই অভিযোগে বর্ধমানে বিক্ষোভ সভা করল এসএফআই। শুক্রবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসএফআই-এর পূর্ব বর্ধমান জেলা সম্পাদকমন্ডলীর সদস্য দিব্যেন্দু নন্দী, জেলা কমিটির সদস্য রানা দাস, সন্দীপ মন্ডল, অয়ন মন্ডল-সহ অন্যান্যরা। দিব্যেন্দু নন্দী জানিয়েছেন , সম্প্রতি কেন্দ্র ও রাজ্য সরকার ২০২৪-২০২৫ অর্থবর্ষের বাজেট ঘোষণা করেছে। তাঁরা দেখেছেন এই বাজেটে শিক্ষাব্যবস্থার বিভিন্ন খাতে ব্যয়বরাদ্দ কমেছে। যা আগামী দিনে ছাত্র ছাত্রীদের উচ্চশিক্ষার স্তরে বিপত্তি হয়ে দেখা দেবে। তাই এই ঘটনার প্রতিবাদ জানিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের শিক্ষাখাতে ব্যয়বরাদ্দ বৃদ্ধির দাবি করে ছাত্র স্বার্থ বিরোধী বাজেটের বিরুদ্ধে এসএফআই-এর বর্ধমান বিশ্ববিদ্যালয় লোকাল কমিটির পক্ষ থেকে বিক্ষোভ সভা করা হয়। সভায় কেন্দ্রীয় বাজেটের কপি পোড়ানো হয় এবং সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে ছাত্র বিরোধী নয়া জাতীয় শিক্ষানীতি ও এই বাজেটকে কেন্দ্র করে পোষ্টারিং ক্যাম্পিনিং করা হয়।