E Purba Bardhaman

স্নাতকস্তরের পরীক্ষাসূচি প্রকাশের দাবিতে এসএফআইয়ের ডেপুটেশন

SFI's deputation to demand release of graduation level exam syllabus

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- অতিদ্রুত স্নাতক স্তরের প্রথম ও ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা সূচি প্রকাশ করে পরীক্ষা গ্রহণ, স্নাতক ও স্নাতকোত্তর স্তরের নির্দিষ্ট অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশের দাবিতে ডেপুটেশন দিল এসএফআই। বুধবার ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের কাছে স্মারকলিপি দেওয়া হয়। এসএফআই-এর জেলা সম্পাদক অনির্বাণ রায় চৌধুরি জানিয়েছেন, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলিতে স্নাতক স্তরে ছাত্র-ছাত্রীদের ভর্তির পর দশ মাস অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত প্রথম সেমিস্টারের পরীক্ষা গ্রহণ করা হয়নি অথচ তাঁদের দ্বিতীয় সেমিস্টারের ক্লাস শুরু হয়ে গেছে। এছাড়াও ষষ্ঠ সেমিস্টারে পরীক্ষার ক্ষেত্রে কোন নির্দিষ্ট দিন ঘোষণা করা হয়নি ফলে ছাত্র-ছাত্রীদের হয়রানি শিকার হতে হচ্ছে। তাই অতিদ্রুত স্নাতক স্তরের প্রথম ও ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা সূচি প্রকাশ করে পরীক্ষা গ্রহণ, স্নাতক ও স্নাতকোত্তর স্তরের নির্দিষ্ট অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশের দাবিতে ডেপুটেশন দেন তারা। এদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপস্থিত না থাকায় রেজিস্টারের কাছে ডেপুটেশন দেওয়া হয়। অনির্বাণ জানিয়েছেন, ৭ দিনের মধ্যে পরীক্ষার দিন ঘোষণা না করা হলে উপাচার্য ভবনে অবস্থান বিক্ষোভে শামিল হবে ভারতের ছাত্র ফেডারেশন।

Exit mobile version