E Purba Bardhaman

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুষ্ঠু পরিবহণ ব্যবস্থার দাবিতে জেলাশাসকে এসএফআই-এর ডেপুটেশন

SFI's deputation to District Magistrate to demand proper transport system for secondary examinees

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য সুষ্ঠু পরিবহণ ব্যবস্থার দাবিতে জেলাশাসকের উদ্দেশ্যে স্মারকলিপি জমা দিল পূর্ব বর্ধমান জেলা এসএফআই। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলাশাসক অফিসে এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক অনির্বাণ রায়চৌধুরী, জেলা কমিটির সদস্য রানা দাস, সৌমজিৎ তা-সহ অন্যান্যরা। অনির্বাণ রায়চৌধুরী জানিয়েছেন, শুক্রবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। আর এই বছর মাধ্যমিক পরীক্ষা সকাল ১১:৪৫-এর পরিবর্তে সকাল ৯:৪৫ থেকে শুরু হবে, অর্থাৎ বিগত বছরগুলির থেকে সময় সূচি ২ ঘণ্টা এগিয়ে নিয়ে আসা হয়েছে। অনির্বাণ রায়চৌধুরী জানিয়েছেন, এই শীতের দিনে ২ ঘণ্টা পূর্বে মাধ্যমিক পরীক্ষা আরম্ভ হওয়ার জন্য জেলার গ্রামীণ এলাকার বহু ছাত্র ছাত্রীদের কুয়াশা জনিত কারণে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ক্ষেত্রে যানবাহন সংক্রান্ত বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করছেন। এবং বর্তমানে গ্রামীণ অঞ্চলে বাসের অপ্রতুলতার কারণে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে সঠিক সময় পৌঁছানোর ক্ষেত্রে এই সমস্যা আরো প্রকট হতে পারে বলে তারা মনে করছেন। তাই এই পরিস্থিতিতে ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে ডেপুটেশন প্রদান করে দাবি করা হয়েছে, জেলার মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য সুষ্ঠু ভাবে যাতায়াতের স্বার্থে জেলা প্রশাসনকে সঠিক যানবাহনের ব্যবস্থা করতে হবে এবং পরীক্ষার্থীদের প্রয়োজনে নির্দিষ্ট গ্রামীণ এলাকাতে পরীক্ষার সময় বাড়তি বাসের ব্যবস্থা বা বিকল্প যানবাহনের ব্যবস্থা করার আবেদন করা হয়েছে। এর পাশাপাশি জেলার শহরগুলিতে ও জনবহুল এলাকাগুলিতে মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে যেন সঠিক ভাবে বাড়তি উদ্যোগ নিয়ে যানবাহন, যানজট নিয়ন্ত্রণ করা হয় এই দাবি জানানো হয়েছে। এছাড়াও যানবাহন সংক্রান্ত কারণে কোনো পরীক্ষার্থী যদি সঠিক সময় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে না পারে সে বিষয়ে মানবিক ভাবে জেলা প্রশাসনকে পদক্ষেপ গ্রহণ করার আবেদন করা হয়েছে।

Exit mobile version