বিপুন ভট্টাচার্য, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি মনোনীত হলেন বিদায়ী বোর্ডের সহকারী সভাধিপতি শম্পা ধাড়া। সহকারী সভাধিপতি মনোনীত হলেন বিদায়ী বোর্ডের সভাধিপতি দেবু টুডু। সোমবার এই ঘোষণা করলেন তৃণমুল কংগ্রেসের বর্ধমান জেলার পর্যবেক্ষক মন্ত্রী অরুপ বিশ্বাস। রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই জেলা পরিষদের সভাধিপতি কে হচ্ছেন তা নিয়ে জল্পনা-কল্পনার কোনো ফাঁক ছিল না। সকলেরই মুখে মুখে ঘুরছিল একাধিক নাম। ফলত, শেষ পর্যন্ত কার শিকে ছেঁড়ে তা জানতে কৌতূহলের শেষ ছিল না। আর সোমবার সন্ধ্যায় সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাজ্যের মন্ত্রী তথা বর্ধমান জেলার পর্যবেক্ষক অরূপ বিশ্বাস ঘোষণা করে দিলেন, পূর্ব বর্ধমান জেলার ৫৮জন জেলা পরিষদের নির্বাচিত সদস্যের সর্বসম্মতিক্রমে সভাধিপতি হিসাবে নির্বাচিত করেছেন শম্পা ধাড়াকে। সহকারী সভাধিপতি হিসাবে নির্বাচিত হয়েছেন দেবু টুডু। দলীয় সূত্রের খবর, বিগত ৫ বছর ধরে বর্ধমান জেলা পরিষদকে সুষ্ঠভাবে পরিচালনা করার জন্য কয়েকমাস আগেই খোদ দলনেত্রী জানিয়ে দিয়েছিলেন সভাধিপতি যেই হোন না কেন, জেলা পরিষদের পরিচালন ক্ষমতা থাকবেন দেবু টুডুর হাতেই। প্রয়োজনে সেক্ষেত্রে তাঁকে জেলা পরিষদে নতুন কোনো পদ সৃষ্টি করার ইঙ্গিতও দিয়েছিলেন তিনি। কিন্তু কার্যত সভাধিপতির চেয়ারের পরিবর্তে দেবু টুডুকে সহকারী সভাধিপতির আসনে বসিয়েই জেলা পরিষদের ক্ষমতার ভার তাঁর হাতেই সঁপে দিল দল। মঙ্গলবার দুপুর বারোটায় আনুষ্ঠানিকভাবে নয়া সভাধিপতি এবং সহকারী সভাধিপতির সঙ্গে নির্বাচিত ৫৮জন জন সদস্যই শপথ নেবেন। এরপর একটি মিছিল করে তাঁরা ঢুকবেন জেলা পরিষদে। নিয়মানুযায়ী একমাসের মধ্যে কর্মাধ্যক্ষ নির্বাচন করে তাঁদের শপথ অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন অরূপ বিশ্বাস।