বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বর্ধমানের আলমগঞ্জের কল্পতরু মাঠে ১৯তম শিশু মেলা। মেলার উদ্বোধন করবেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা। চিলড্রেনস্ কালচারাল সেণ্টারের পরিচালনায় আয়োজিত এই মেলা চলবে ৯ দিন। মঙ্গলবার কল্পতরু মাঠে আয়োজিত সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন বর্ধমান শিশুমেলা কমিটির কার্যকরী সভাপতি তথা বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। তিনি জানিয়েছেন, ১৯ থেকে ২৭ জানুয়ারী কল্পতরু মাঠে এই মেলা অনুষ্ঠিত হবে। এবছর শিশুদের মনোরঞ্জনের জন্য অন্য সব কিছুর সঙ্গে বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে হণ্টেড হাউস, ডাইনোসর, গোলক ধাঁধা। থাকছে প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতা এবং বিভিন্ন প্রদর্শনীও।