বর্ধমান (পূর্ব বর্ধমান) :- খালিস্থানি মন্তব্যের প্রতিবাদে শিখ সম্প্রদায়ের ক্ষোভের আঁচ এবার কলকাতা ছাড়িয়ে জেলায়। বুধবর কার্জনগেট চত্বরে হাতে কালো ফিতে বেঁধে প্রতিবাদ আন্দোলনে সামিল হন শিখ সম্প্রদায়ের মানুষজন। স্বাধীনতা সংগ্রাম ও ভারতের অখণ্ডতা রক্ষায় শিখ সম্প্রদায়ের মানুষদের ভূমিকার কথা তুলে ধরে নিজেদের খালিস্থানি নয় ভারতীয় দাবি করে আন্দোলনে সামিল হন তাঁরা। একইসাথে বিজেপি নেতৃত্বের নিঃশর্ত ক্ষমা চাওয়ারও দাবি করা হয়।
বর্ধমান গুরুদুয়ারা প্রবন্ধক কমিটির সভাপতি মহেন্দ্র সিং সালুজা জানান, একজন শিখ ভাই সম্পর্কে এই মন্তব্য নিন্দাজনক। তাঁরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। একই সাথে ক্ষমা চাওয়ারও দাবি জানাচ্ছেন। তা না হলে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন।