E Purba Bardhaman

ক্রিকেটারের যোগ্যতা নির্ণয়ে টেস্ট ক্রিকেটই মাপকাঠি – ক্লাইভ লয়েড

Sir Clive Lloyd, the former captain of the West Indies cricket team, said that test cricket is the criterion for determining the eligibility of a cricketer

কালনা (পূর্ব বর্ধমান) :- ক্রিকেটারের যোগ্যতা নির্ণয়ে টেস্ট ক্রিকেটই মাপকাঠি বলে মত দিলেন ওয়েস্ট ইন্ডিজের স্বর্ণযুগের অধিনায়ক স্যার ক্লাইভ লয়েড। শুক্রবার কালনার পূর্ব সাতগাছিয়ায় সাতগাছিয়া উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে লয়েড বলেন, একজন ক্রিকেটারের যোগ্যতা মাপতে হলে সময়ের প্রয়োজন। চার ওভার বল বা ২০ ওভারের ব্যাটিং দেখে ক্রিকেটারের যোগ্যতার সঠিক মাপ হয়না। দীর্ঘ সময়ের পরীক্ষা না হলে ক্রিকেটারের যোগ্যতা ঠিকমতো বিচার করা সম্ভব নয়। স্বল্পমেয়াদের ফরম্যাটের ক্রিকেটে এখন অনেকেই দারুণ খেলছে। তবে, আমি বারবার বলেছি টি-টোয়েন্টি ক্রিকেট হল প্রদর্শনী। আর টেস্ট ক্রিকেট হল পরীক্ষা। টেস্ট ক্রিকেটে একজন ক্রিকেটারকে দীর্ঘ সময়ের পরীক্ষা দিতে হয়। ক্রিকেটারের ধৈর্য ও টেকনিকের পরীক্ষা হয় টেস্টে। অনেকেই স্ট্রোক প্লে করতে গিয়ে আউট হয়ে যাচ্ছেন। ভারতের সুনীল গাওস্কর বা শচীন তেণ্ডুলকরকে আউট করতে বোলারদের সমস্যা হত। তবে আমি স্বল্প মেয়াদের ক্রিকেটের বিরোধিতায় রাজি নই। ভারতের অধিনায়ক রোহিত শর্মা দল ভালোই চালাচ্ছে বলে মনে করেন লয়েড। তবে, বিভিন্ন ফরম্যাটে অধিনায়কত্ব করা একজনের পক্ষে সমস্যার। অনেক দেশই এখন ভিন্ন ফরম্যাটে আলাদা অধিনায়ক রাখছে। বর্তমান ভারতীয় ক্রিকেট দলের প্রশংসা করেছেন বিগ ক্যাট। তিনি বলেন, ভারতীয় দল এখন বেশ ব্যালেন্সড। পেস বোলিং শক্তি যথেষ্ট ব্যালেন্সড। স্পিনাররাও ভালো। ব্যাটিংও বেশ ভালো। বেশ কয়েকজন ভালো উঠতি ক্রিকেটার রয়েছেন। গাওস্করকেই ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান বলে জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, সুনীল বিশ্বের সব জায়গায় রান করেছে।

Exit mobile version