E Purba Bardhaman

পরিত্যক্ত রাইস মিলের ভেতর থেকে নরকঙ্কাল উদ্ধার ঘিরে চাঞ্চল্য বর্ধমানে

Skeleton recovered from abandoned rice mill in Burdwan

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শনিবার সকালে বর্ধমানের দেওয়ানদিঘী পুকুরপাড় এলাকায় একটি পরিত্যক্ত রাইস মিলের ভেতর থেকে একটি নরকঙ্কাল উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য দেখা দিল গোটা এলাকায়। ওই পরিত্যক্ত রাইস মিলের এক অংশীদার অনিমা হাজরা জানিয়েছেন, প্রায় ২০ বছর আগেই এই রাইসমিলটি বন্ধ হয়ে গেছে। এদিন সকালে পুলিশ এসে রাইস মিলের বয়লারের কাছ থেকে একটি নরকঙ্কাল উদ্ধার করে নিয়ে যান বলে তাঁরা শুনেছেন। কীভাবে ওই নরকঙ্কাল ওখানে এল তা খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে, পুলিশ সূত্রে জানা গেছে, ওই নরকঙ্কালটি স্থানীয় কোড়া পাড়ার বাসিন্দা অজয় ওরফে মেঘা রজকের (২৮) বলে তাঁর পরিবারের লোকজন শনাক্ত করেছেন। মেঘা রজক প্রায় ১০ মাস ধরে নিখোঁজ ছিল। এব্যাপারে পরিবারের পক্ষ থেকে বর্ধমান থানায় নিখোঁজ ডায়রীও করা হয়। মেঘা রজকের স্ত্রী মিষ্টু রজক জানিয়েছেন, প্রায় ১০ মাস ধরে তাঁর স্বামী নিখোঁজ। নিখোঁজ হওয়ার দিন তাঁর সঙ্গে কথাকাটাকাটি হয় এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। মেঘা পালিতপুরের একটি ইস্পাত কারখানার শ্রমিক হিসাবে কাজ করত। তিনি জানিয়েছেন, এদিন সকালে তাদের কাছে খবর আসে পরিত্যক্ত ওই রাইস মিলের ভেতর থেকে একটি কঙ্কাল পাওয়া গেছে। তাঁরা গিয়ে মেঘার পরনের প্যান্ট, চটি, গামছা দেখে শনাক্ত করেন। এরপরই পুলিশ ময়নাতদন্তের জন্য নরকঙ্কালটি নিয়ে যান। পরিবার সূত্রে জানা গেছে, এর আগেও স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির জেরে মেঘা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল।

Exit mobile version