বর্ধমান (পূর্ব বর্ধমান) :- খোদ বর্ধমান সদর থানার অন্তর্গত বিজয়রাম এলাকায় সাম্প্রতিক সময়ে এমনকি চলতি ভোটের মরশুমেও জেলা আবগারী দপ্তর থেকে ব্যাপক চোলাই মদের বিরুদ্ধে হানাদারী চালানো হয়েছে। একের পর এক বেআইনি মদের ভাটিকে ভেঙ্গে দেওয়া হয়েছে। রীতিমত মাটির নিচে বাঙ্কার বানিয়ে চোলাই মদকে লুকিয়ে রাখা হয়েছিল। সেই ভাটিও ভেঙে দেয় জেলা আবগারী দপ্তরের কর্মীরা। চোলাই মদের কারবার চালানোর ঘটনায় বিজয়রাম এলাকার একাধিক ব্যক্তিকে গ্রেপ্তারও করে পুলিশ। কিন্তু এতকিছুর পরেও বিজয়রাম এলাকা থেকে যে মদের কারবারকে বন্ধ করে দেওয়া যায়নি তা বুধবার সকালে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বর্ধমান থানার বিজয়রাম ঘোষপাড়ার মানুষজন। মদের টাকা না পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মাকে খুন করল ছোট ছেলে সুরজিত লেট ওরফে নতু লেট। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বর্ধমান থানার বিজয়রাম ঘোষপাড়া এলাকায়। মৃতের নাম সাগরিকা লেট (৫০)। অভিযুক্ত গুণধর ছেলে সুরজিত লেট পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।